এখন পড়ছেন
হোম > জাতীয় > রুদ্ধশ্বাসে কয়লা পাচার গরুও পাচার কান্ডের তদন্ত। সিবিআইয়ের সমন পেলেন কয়েকজন উচ্চপদস্থ

রুদ্ধশ্বাসে কয়লা পাচার গরুও পাচার কান্ডের তদন্ত। সিবিআইয়ের সমন পেলেন কয়েকজন উচ্চপদস্থ


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – গরু পাচার কাণ্ডের মূল চক্রি এনামুল হক ধরা পড়ার পর থেকেই গরু পাচার তদন্তে সক্রিয় হয়ে উঠেছে সিবিআই। এর সঙ্গে সঙ্গেই গোয়েন্দাদের কাছে এসেছে কয়লা পাচারকারী অনুপ মাঝি বা লালার নাম। দুই মূল অভিযুক্তের যৌথ অবৈধ কারবারের কথাও গোয়েন্দাদের সামনে এসেছে। যদিও এখনো পর্যন্ত ফেরার অনুপ মাঝি। তবে কিছুদিন আগেই হুগলির কোন্নগরের দুজন ব্যবসায়ীর বাড়িতে তল্লাশি চালিয়েছেন সিবিআই আধিকারিকেরা কয়লা পাচার কাণ্ডের তদন্তে। আবার গরু পাচার কাণ্ডের তদন্তে ব্যবসায়ী বিনয় মিশ্রের বাড়িতে সিবিআই আধিকারিকেরা তল্লাশি চালালেন। এবার উচ্চপদস্থ ৬ জন পুলিশ অফিসারকে পাঠানো হল সিবিআই এর নোটিশ।

প্রসঙ্গত, গত ৩১ সে ডিসেম্বর গরু পাচার কাণ্ডের তদন্তে ব্যবসায়ী বিনয় মিশ্রের বাড়িতে সিবিআই তল্লাশি চালিয়েছে। তাঁর তিনটি বাড়িতে সেদিন তল্লাশি করেছেন সিবিআই আধিকারিকরা। যদিও এখনো পর্যন্ত ফেরার বিনয় মিশ্র।
সিবিআই আধিকারিকের জানতে পেরেছেন যে, ব্যবসায়ী বিনয় মিশ্রের দ্বারাই গরু পাচার কাণ্ডের অবৈধ অর্থ কয়েকজন প্রভাবশালী নেতার কাছে পৌঁছে যেত। গরু পাচারের তদন্তে একাধিক সাক্ষীর সাক্ষ্য থেকে ব্যবসায়ী বিনয় মিশ্রের কথা জানতে পারেন গোয়েন্দারা।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

আবার, সেদিনই কয়লা পাচার কান্ডের তদন্তে হুগলির কোন্নগরের দুজন ব্যবসায়ীর বাড়িতে চলে সিবিআই অভিযান। সেদিন ব্যবসায়ী অমিত সিংহ ও নবীন সিংহের বাড়িতে তল্লাশি চালান গোয়েন্দারা। ব্যবসায়ী অমিত সিংহ ও নবীন সিংহ হাওয়ালার দ্বারা কয়লা পাচারের অবৈধ অর্থ পাচার করতেন বলে জানতে পেরেছেন গোয়েন্দারা।

এবারের রাজ্য পুলিশের ইন্সপেক্টর ও ডিএসপি পদমর্যাদার ৬ জন আধিকারিককে সিবিআই নোটিস পাঠাল। এই সপ্তাহেই তাঁদের তলব করা হচ্ছে নিজাম প্যালেসে। উচ্চ পদস্থ এই পুলিশ অফিসারদের সঙ্গে কয়লা পাচার ও গরু পাচার কাণ্ডের অভিযুক্তদের যোগসাজশ আছে, বলে জানতে পেরেছেন সিবিআই আধিকারিকেরা। সিবিআই সূত্রের খবর, আরো কয়েকজন পুলিশ অফিসারের নাম তদন্তে উঠে এসেছে। যে কোনদিন তাদের তলব করা হতে পারে নিজাম প্যালেসে।

আবার এর মধ্যেই সিবিআই দুজন অ্যাসিস্ট্যান্ট কমান্ডান্ট ও একজন ডেপুটি কমান্ডার ও একজন ডিআইজিকে নিজাম প্যালেসে দ্রুত হাজিরা দেওয়ার নোটিস পাঠাল। গরু পাচার কাণ্ডের সঙ্গে যোগসাজশ আছে এই উচ্চপদস্থ অফিসারদের। এমনটাই জানতে পেরেছেন গোয়েন্দারা। তাই দ্রুত জিজ্ঞাসাবাদ করতে তাঁদেরকে সিবিআই দপ্তর হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ইতিপূর্বে কমান্ড্যান্ট সতীশ কুমারকে হাজিরার নির্দেশ দেওয়া হয়। পরবর্তীকালে তাকে গ্রেফতার করে সিবিআই।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!