এখন পড়ছেন
হোম > অন্যান্য > জেনে নিন কিভাবে খুব সহজেই পূজোয় লক্ষ্মীকে তুষ্ট করে ঘর ভরে তুলবেন ধনসম্পদে!

জেনে নিন কিভাবে খুব সহজেই পূজোয় লক্ষ্মীকে তুষ্ট করে ঘর ভরে তুলবেন ধনসম্পদে!


হিন্দু ধর্মে লক্ষ্মী পুজো করা হয় ধনসম্পত্তির প্রতীক রূপে। সাধারণত বাংলার ঘরে ঘরে লক্ষ্মী পূজা করা হয় বৃহস্পতিবার। এই দিনটিকেই লক্ষ্মীবার হিসাবে হিন্দু মতে ধরা হয়। কথায় আছে লক্ষ্মী ঠাকুর চঞ্চলা। অর্থাৎ শাস্ত্রজ্ঞদের মতে মা লক্ষ্মী একটুতেই যেমন তুষ্ট হন আবার অল্পেই গৃহত্যাগ করেন। মা লক্ষ্মীর গৃহত্যাগের সাথে সাথে গৃহস্থ বাড়িতে দেখা দেয় আর্থিক অভাব। তাই মা লক্ষ্মীকে অচলা করতে অর্থাৎ লক্ষ্মীর কৃপা গৃহস্থ বাড়িতে বজায় রাখতে কয়েকটি উপাচার মেনে চলার পরামর্শ দিচ্ছেন শাস্ত্রজ্ঞরা। দেখে নেওয়া যাক কোন উপাচার প্রয়োগ করলে কি ফল পাওয়া যেতে পারে বলে বিশেষজ্ঞদের অভিমত।

• পদ্ম ফুল – বিশেষজ্ঞদের অভিমত অনুযায়ী পদ্ম ফুল মা লক্ষ্মীর খুব প্রিয় ফুল। তাই বৃহস্পতিবার যদি সম্ভব হয় তবে পদ্ম ফুলের একটি মালা বাড়ির লক্ষ্মী ঠাকুরকে নিবেদন করতে হবে। পদ্মের মালা না পাওয়া গেলে সেক্ষেত্রে একটি পদ্ম ফুল দিয়েও দেবীর আরাধনা করা যেতে পারে। এরপর সেই মালা বা ফুল বাড়িতে যেখানে টাকা রাখা হয় সেখানে রেখে দিতে হবে। এমনটা করলে সেই বাড়ি থেকে কখনোই মা লক্ষ্মী যাবেন না বলে মত প্রকাশ করেছেন এক জ্যোতিষি।

• ধান – আমরা সবাই জানি মা লক্ষ্মীর ঘটে সবসময় ধান থাকে। তাই জ্যোতিষীদের মতে একটি ছোট ঘট নিয়ে তার মধ্যে ধান ভর্তি করে রেখে দিলে কখনোই বাড়িতে অন্নের অভাব হবে না।

• খাবার – বিশেষজ্ঞদের মতে আমাদের জন্মের সময় থেকেই ভগবান ঠিক করে দেন আমাদের জন্য কতখানি খাবার বরাদ্দ। তাই কোনো কারণে যদি খাবার নষ্ট করা হয় সেক্ষেত্রে মা লক্ষ্মী রুষ্ট হন। তাই খুব খারাপ পরিস্থিতি না হলে খাবার না নষ্ট করাই শ্রেয় বলে উপদেশ দিয়েছেন একাধিক জ্যোতিষি।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

• কড়ি – কড়ি একটি সামুদ্রিক প্রাণী। এই কড়ি যদি প্রতি বৃহস্পতিবার লক্ষ্মীর উদ্দেশ্যে নিবেদন করা হয় তবে আর্থিকভাবে স্বচ্ছল থাকা যায় বলে মত দিয়েছেন এক জ্যোতিষি।

• কর্পূর – শাস্ত্রজ্ঞ দের মতে কিছুটা কর্পূর একটি কাগজে মুড়ে যদি মানি ব্যাগে রাখা হয় তবে ওই কর্পূরের সুগন্ধে আর্থিক সাফল্য আসে।

• চাল – বিশেষজ্ঞদের মতে কখনোই ভারাড়ের চাল সম্পূর্ণ শেষ করতে নেই এতে লক্ষ্মী রুষ্ট হন। অল্প চাল রেখে দেওয়া সবসময় উচিত। এক জ্যোতিষীর মতে চাল ফুরিয়ে গেলে কখনোই বলতে নেই শেষ হয়ে গেছে, তার মতে এতে লক্ষ্মী গৃহত্যাগ করেন। চাল ফুরিয়ে গেলে সবসময় বলা উচিত চাল বাড়ন্ত।

• নারকোল – বাজারে এক ধরনের ছোট নারকোল পাওয়া যায়। এই নারকোল যদি লক্ষ্মী পূজার সময় মা লক্ষ্মীর উদ্দেশ্যে নিবেদন করা যায় তবে তিনি প্রসন্ন হন বলে জানিয়েছেন এক জ্যোতিষি।

বিশেষজ্ঞদের মতে শুদ্ধ কাপড়ে শুদ্ধ মন নিয়ে প্রতি বৃহস্পতিবার মা লক্ষ্মীর আরাধনা করলে তিনি চিরকালের জন্য গৃহস্থ বাড়িতে অধিষ্ঠান করেন। কিন্তু বিশেষজ্ঞ মহলের মতে শুধু মাত্র উপাচারই না কর্মক্ষেত্রে পরিশ্রম করাটাও এর সাথে অবশ্যই জরুরি।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!