এখন পড়ছেন
হোম > জাতীয় > শাসকদলের নির্দেশের বিরুদ্ধে গিয়ে কংগ্রেসকে সমর্থন করে পদ হারাতে চলেছেন এই বিধায়ক তথা প্রাক্তন কংগ্রেসী

শাসকদলের নির্দেশের বিরুদ্ধে গিয়ে কংগ্রেসকে সমর্থন করে পদ হারাতে চলেছেন এই বিধায়ক তথা প্রাক্তন কংগ্রেসী

আশঙ্কাকে সত্যি করে দিল্লির বিধানসভা থেকে দলের বিধায়ক অলকা লাম্বাকে পদত্যাগ করার ফতোয়া জারি করল আম আদমি পার্টি। দল থেকে পরিষ্কারভাবে তাঁকে জানিয়ে দেওয়া হয়েছে, পদ থেকে ইস্তফা তাঁকে দিতেই হবে। আর এই নির্দেশ এসেছে খোদ আপ সুপ্রিমো তথা দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের তরফ থেকে। স্বাভাবিকভাবেই দলীয় বিধায়ককেই এভাবে বহিষ্কারের নির্দেশ দেওয়ায় শোরগোল পড়ে গিয়েছে রাজনৈতিকমহলে।

প্রসঙ্গত, শুক্রবার রাজীব গান্ধীর ভারতরত্ন প্রত্যাহারের জন্য প্রস্তাব আনা হয়েছিল। প্রাক্তন কংগ্রেসী প্রধানমন্ত্রী রাজীব গান্ধী ১৯৮৪-র শিখ দাঙ্গা রুখতে ব্যর্থ হয়েছেন – এই অভিযোগ তুলে তাঁর ভারতরত্ন খেতাব ফিরিয়ে নেওয়ার দাবি তোলেন আপ বিধায়করা। সকল বিধায়করা সে প্রস্তাবে সম্মতি দিলেও বেঁকে বসেন একমাত্র – অলকা লাম্বা। এই প্রস্তাবের প্রতিবাদ করে তিনি ওয়াকআউটও করেছেন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এর অব্যবহিত পরেই কেজরিওয়ালের তরফ থেকে তাঁর পদত্যাগ করার জন্যে এসএমএসও আসে। এই প্রসঙ্গে নিজের অভিযোগে অলকা লাম্বা জানিয়েছেন, তাঁকে সেই প্রস্তাবে সমর্থন দেওয়ার জন্যে চাপও দেওয়া হচ্ছিল – যা তিনি প্রতিহত করেন। আর তাই, এর জন্য যে কোনো ফলাফল ভুগতে রাজি এমনটাই বলে সিদ্ধান্তে নিজের অটল অবস্থানের জানান দিয়েছিলেন চাঁদনিচকের এই বিধায়ক। তার ফলশ্রুতিতে এদিন দলের তরফ থেকে এমন খাঁড়া নেমে এল বলেই মনে করছেন অলকা লাম্বা।

এই মুহূর্তে আপ বিধায়ক দল থেকে ইস্তফা দেবেন কিনা তা নিয়ে তীব্র চর্চা শুরু হয়েছে রাজনৈতিক মহলে। তবে কোনো রহস্য তৈরি না করেই সাফ কথায় তিনি জানালেন, তিনি যে কোনো ধরণের শাস্তির জন্য প্রস্তুত ছিলেন। যেহেতু তিনি দলের টিকিটে জিতেছেন। তাই দল যা সিদ্ধান্ত নেবে সেটাই মাথা পেতে নেবেন তিনি। উল্লেখ্য, অলকা লাম্বা প্রাক্তন যুব কংগ্রেস নেত্রীও বটে। তাই প্রাক্তন দলের প্রতি আবেগবশত তিনি এই ব্যাপারে কংগ্রেসকে সমর্থন করে পদ খোয়ালেন কিনা তা নিয়ে জল্পনা কিছু কম নেই অভিজ্ঞমহলে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!