এখন পড়ছেন
হোম > বিশেষ খবর > ফল খারাপের ফল ভুগতে হতে চলেছে, বড়সড় রদবদলের ইঙ্গিত শাসকদলের

ফল খারাপের ফল ভুগতে হতে চলেছে, বড়সড় রদবদলের ইঙ্গিত শাসকদলের


রাজ্যে পঞ্চায়েত নির্বাচনে ঘাসফুলের জয়জয়কার হলেও বেশ কয়েকটি জায়গায় বিজেপি তাদের উত্থান স্পষ্ট করে দিয়েছে। এর মধ্যে অন্যতম হল রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসের অঘোষিত দুনম্বর নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাংগঠনিক দায়িত্ত্বে থাকা জেলা পুরুলিয়া। আগেই এক দলীয় কর্মসূচিতে অভিষেকবাবু জানিয়েছিলেন তিনি পুরুলিয়াতে গিয়েই বিরোধীশূন্য করে দেবেন। আর সেইমত তিনি সাংগঠনিক বৈঠকে পুরুলিয়াতে যান। সরকারিভাবে সেই সাংগঠনিক বৈঠকে কি আলোচনা হয়েছে তা শাসকদলের পক্ষে জানানো না হলেও, স্থানীয় সূত্রের খবর গতকালের পুরুলিয়ার সার্কিট হাউসে হওয়া বৈঠকে অভিষেকবাবু প্রথমে দলীয় নেতাদের কাছে বিশদে জানতে চান খারাপ ফলাফলের কারণ। আর যেসব জায়গায় ফল করা হয়েছে সেইসব জায়গার ব্লক সভাপতিদের সরিয়ে দেওয়ার ইঙ্গিতও মিলেছে তাঁর কথায় বলে সূত্রের খবর।

জেলা সভাপতি শান্তিরাম মাহাতোর সঙ্গে জেলার খারাপ ফল ও রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিশদে আলাদা করে আলোচনা করেন অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেও জানা যাচ্ছে। পাশাপাশি যে জায়গায় তৃণমূল কংগ্রেস খারাপ ফল করেছে সেখানে – সাংসদ মৃগাঙ্ক মাহাতো, বিধায়ক স্বপন বেলথরিয়া ও রাজীবলোচন সোরেনকে নিয়ে একটি কমিটি গঠন করা হয়েছে আর নির্দেশ দেওয়া হয়েছে তাঁরা যেন পরিস্থিতি খতিয়ে দেখে ১০ দিনের মধ্যে রিপোর্ট জমা দেন শীর্ষ নেতৃত্বকে। পুরুলিয়ায় খারাপ ফলের পরিপ্রেক্ষিতে গতকাল অভিষেকবাবু দলীয়স্তরে নির্দেশ দিয়েছেন সাধারণ মানুষের সঙ্গে আরো বেশি করে মেলামেশা করার এবং তাঁদের অভাব-অভিযোগ গুরুত্ত্ব দিয়ে শুনে তার প্রতিকার করার। এর পাশাপাশি তৃণমূল কংগ্রেসের রাজ্যজুড়ে করা উন্নয়নের খতিয়ানও সাধারণ মানুষের কাছে বেশি করে তুলে ধরার নির্দেশ দেওয়া হয়েছে। গতকালের বৈঠকের পরিপ্রেক্ষিতে তৃণমূল কংগ্রেস পুরুলিয়া জেলা সভাপতি শান্তিরাম মাহাতো বলেন, বৈঠকে যে সব ব্লকের খারাপ ফল হয়েছে, সেই ব্লকগুলির সংগঠনকে আরও শক্তিশালী করার নির্দেশ দিয়ে গেছেন জেলা পর্যবেক্ষক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!