এখন পড়ছেন
হোম > বিশেষ খবর > রাজ্যজুড়ে ১১ হাজার ‘গোঁজ’, গোষ্ঠীদ্বন্দ্বের বিস্ফোরণে চক্ষু চড়কগাছ শাসকদলের

রাজ্যজুড়ে ১১ হাজার ‘গোঁজ’, গোষ্ঠীদ্বন্দ্বের বিস্ফোরণে চক্ষু চড়কগাছ শাসকদলের

এবারের পঞ্চায়েত নির্বাচনের ক্ষেত্রে বিরোধী দল নয়, শাসকদলের মাথাব্যথা বাড়িয়েছে নির্দল প্রার্থী ও খোদ তৃণমূলের ‘বিক্ষুব্ধ’ প্রার্থীরা। একটি আসনে একাধিক মনোনয়ন জমা দিয়ে শাসকদলকে চিন্তায় ফেলেছে তৃণমূল প্রার্থীরা। রাজ্য নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী তৃণমূলের মনোনয়ন জমা পড়েছে গ্রাম পঞ্চায়েত স্তরে ৪৮,৬৫০ টি আসনে ৫৯,৪৭৫ টি অর্থাৎ প্রায় ১১ হাজার অতিরিক্ত, পঞ্চায়েত সমিতি স্তরে জমা পড়েছে ৯,২১৭ টি আসনে ১২,৩৪৩ টি অর্থাৎ প্রায় ৩০০০ টি বাড়তি মনোনয়ন আর জেলা পরিষদে ৮২৫ টি আসনে ১০৬৬ টি অর্থাৎ প্রায় ২৫০ টি অতিরিক্ত মনোনয়ন। এদিকে নির্দল প্রার্থীর মনোনয়ন জমা পড়েছে গ্রাম পঞ্চায়েতে ১০,২৭২ টি, পঞ্চায়েত সমিতিতে ১,৫৩৮ টি, জেলা পরিষদে ১৫০ টি।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

তবে এই চূড়ান্ত তালিকায় আসনের এই হেরফেরকে কমিশন স্বাভাবিক চোখেই দেখছে বলে জানা গেছে। শাসকদল গেরুয়া শিবিরকে চাপে ফেলতে অতিরিক্ত মনোনয়ন জমা দেওয়ার কৌশল প্রয়োগ করেছে বলে রাজনৈতিক বিশেষজ্ঞরা মনে করছেন। আর এই কৌশলই তাদের মাথা ব্যাথা হয়ে দাঁড়িয়েছে। এখন প্রার্থীদের অতিরিক্ত মনোনয়ন প্রত্যাহারের কথা বলছে রাজ্য নেতৃত্ব। আবার মনোনয়ন পরীক্ষা হওয়ার সময়ও কিছু মনোনয়ন বাতিল হওয়ার আশা রাখছেন তারা। অন্যদিকে বিক্ষুব্ধ তৃণমূলীরা নির্দল প্রার্থী হিসাবে মনোনয়ন জমা দিয়েছে বলে খবর। একদিকে নিজের দলের অতিরিক্ত প্রার্থী, অন্যদিকে নির্দল ‘বিক্ষুব্ধ’ – দুইদিক সামাল দিতে ঘুম উড়েছে তৃণমূলের শীর্ষ নেতৃত্বদের বলে সূত্রের খবর। বিরোধীদের চাপে রাখতে পারলেও গোষ্ঠীদ্বন্দ্বের ফলে তৃণমূলের এই পরিস্থিতি পঞ্চায়েত নির্বাচনে খোদ তৃণমূলকেই চাপে ফেলেছে বলে মনে করছে রাজনৈতিক বিশেষজ্ঞরা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!