এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > রূপোলি পর্দা থেকে বিধানসভায় পা দিয়েই নজর কাড়লেন নতুন তৃণমূল বিধায়ক

রূপোলি পর্দা থেকে বিধানসভায় পা দিয়েই নজর কাড়লেন নতুন তৃণমূল বিধায়ক

প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – একুশের বিধানসভা নির্বাচনে তৃণমূল-বিজেপি উভয় দলেই দেখা গিয়েছে তারকা মুখের সমাহার। তার মধ্যে অন্যতম ছিলেন তৃণমূলের জুন মালিয়া। রুপোলি পর্দার পরিচিত মুখ জুন মালিয়া প্রথমবার বিধানসভা নির্বাচনে অংশগ্রহণ করেন। মেদিনীপুর থেকে জিতে তিনি বিধায়ক হয়েছেন। আজকে তিনি প্রথমবার বিধানসভায় বক্তব্য রাখলেন। বিধায়ক হিসেবে জুন মালিয়া যে এই কদিনেই যথেষ্ট আত্মবিশ্বাসী হয়ে উঠেছেন, তা তাঁর বক্তব্যে পরিষ্কার। প্রসঙ্গত আজকে বিধায়ক জুন মালিয়ার বক্তব্য রাখার সাথে সাথেই বিরোধীরা তুমুল হট্টগোল শুরু করেন। কিন্তু তাতে নতুন বিধায়ক জুন মালিয়ার আত্মবিশ্বাসে এক ফোঁটাও টোল পড়েনি।

কার্যত বিরোধীদের হৈ-হট্টগোলের মধ্যেই নিজের বক্তব্য স্বতঃস্ফূর্তভাবে পেশ করেন জুন। প্রথমবার বিধানসভায় বক্তব্য রাখলেন জুন মালিয়া সম্পূর্ণ ইংরেজিতে। আজকে রাজ্যপালের ভাষণের ওপর আলোচনা হয়েছে বিধানসভায়। রাজ্যের স্বাস্থ্যসাথী কার্ড, দুয়ারে সরকারসহ বিভিন্ন প্রকল্প নিয়ে ভূয়সী প্রশংসা শোনা গেল জুনের কথায়। ঠিক সেভাবেই জঙ্গলমহলের প্রসঙ্গও উঠে এসেছে তাঁর কথায়। ইতিমধ্যেই জুন মালিয়া বিধানসভার তথ্য-সংস্কৃতি সংক্রান্ত আইএনসিএ কমিটিতে উর্দ্ধতন কর্তৃপক্ষের জায়গায় এসেছেন। এই দায়িত্ব পেয়ে জুন মালিয়া নিজের বিধানসভা এলাকায় আদিবাসি ভাইবোনদের নিয়ে বিশেষ চিন্তা-ভাবনা যে করছেন, সে কথাও বলেন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

প্রসঙ্গত এই কমিটিতে রাজ চক্রবর্তীকেও জায়গা করে দেওয়া হয়েছে। এই দুই তারকা বিধায়কই মানুষের চাহিদাকেই যে রাজ্য সরকার বিশেষ গুরুত্ব দিচ্ছেন সেই কথা আগেই জানিয়েছেন। একইসাথে পরিকাঠামোর উন্নতি নিয়েও কথা বলেন আজ জুন মালিয়া। প্রসঙ্গত মনে করা হচ্ছে, পরিকাঠামো ও বিকাশের সাথে সাথে ক্রীড়া ও তথ্য সংস্কৃতি- এই দুই মূল বিষয় নিয়ে মানুষের মনে জায়গা করতে উদগ্রীব এই মুহূর্তে তারকা বিধায়ক জুটি। অন্যদিকে আজকে বিরোধীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন বিধায়ক মিহির গোস্বামী। অন্যদিকে আরেক বিধায়ক মনোজ টিজ্ঞা ভোট পরবর্তী হিংসা নিয়ে আজকের আলোচনার দাবী জানান।

যদিও স্পিকার তাঁদের দাবি খারিজ করে দেন। কিন্তু এর পরেই বিরোধী দলনেতা সহ অন্যান্য বিজেপি বিধায়করা হইহই শুরু করে নিজেদের দাবিকে সমর্থন করতে থাকেন। কিন্তু স্পীকারের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়, রাজ্যপালের ভাষণের ওপর আলোচনা হবে। সে সময় মুলতবি প্রস্তাব বিরোধীরা নিয়ে আসলেও তা পাঠ করেননা স্পীকার। এবারের বিধানসভার বিধায়কদের জন্য ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বেশ কিছু নিয়মাবলী মেনে চলার কথা বলেন। সমস্ত তৃণমূল বিধায়কদের জন্য গতকালই হয়ে গিয়েছে একটি প্রশিক্ষণ বৈঠক। কার্যত বিধানসভা সংক্রান্ত যাবতীয় প্রশিক্ষণ পাঠ জুন মালিয়া যে যথেষ্ট গুরুত্ব সহকারে গ্রহণ করেছেন, তা আজকে তাঁর শরীরী ভাষা থেকেই স্পষ্ট।

আপনার মতামত জানান -

ট্যাগড
Top
error: Content is protected !!