এখন পড়ছেন
হোম > রাজ্য > চালু হচ্ছে ‘রূপশ্রী প্রকল্প’, একনজরে – কি করে পাবেন রাজ্য সরকারের ২৫ হাজার টাকা

চালু হচ্ছে ‘রূপশ্রী প্রকল্প’, একনজরে – কি করে পাবেন রাজ্য সরকারের ২৫ হাজার টাকা


মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প রূপশ্রী প্রকল্পের ফর্ম বিতরণ শুরু হল আজ থেকে। দুঃস্থ পরিবারের মেয়েদের বিয়েতে প্রত্যক্ষ সাহায্যের হাত বাড়িয়ে দিয়ে এই প্রকল্পের ঘোষণা করেছিলেন রাজ্য বাজেটে অর্থমন্ত্রী অমিত মিত্র।নিয়মানুসারে বার্ষিক আয় ১.৫ লক্ষ টাকা বা তার কম এমন পরিবারের প্রাপ্তবয়স্ক তরুণীর বিয়েতেই মিলবে এককালীন ২৫ হাজার টাকা। জানা গেছে এই প্রকল্পের জন্য ১৫০০ কোটি টাকা বরাদ্দ করেছে সরকার।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

এই প্রকল্পের সুবিধা পাবার জন্য বিয়ের দিন ঠিক হওয়ার পর ফর্ম পূরণ করতে হবে পাত্রীকে।প্রথমে সেই ফর্ম যাচাই করে দেখা হবে তারপর সব তথ্য ঠিক থাকলে বিয়ের ৫ দিন আগে ওই পরিবারের ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা পড়বে ২৫ হাজার টাকা।

এবার একনজরে দেখে নেওয়া যাক এর বিস্তারিত –

রূপশ্রী প্রকল্পের ফর্ম মিলবে –

১. বিডিও অফিস
২. মহকুমা শাসকের দফতর
৩. পুর নিগমের কমিশনারের দফতর

ফর্মের সঙ্গে জমা দিতে হবে যে যে নথি-

১. জন্ম প্রমাণপত্র বা বার্থ সার্টিফিকেটের প্রত্যয়িত প্রতিলিপি।
২. জমা দিতে হবে পাত্রের বিস্তারিত তথ্য
৩. বিয়ের কার্ড বা অন্য কোনও প্রমাণ
৪. আবেদনকারী স্বেচ্ছায় বিয়ে করছেন বলে স্বীকারোক্তি দিতে হবে
৫. ভোটার আইডি কার্ড ও আধার কার্ড
৬. ব্যাঙ্ক অ্যাকাউন্টের বিস্তারিত

জানা গেছে এখন সরকারি অফিসে ফর্ম পাওয়া যাচ্ছে কিন্তু অনেক কিছু অসুবিধার কথা চিন্তা করে রাজ্য সরকার কয়েকদিনের মধ্যেই অনলাইনে রূপশ্রী প্রকল্পের ফর্ম দেবার ব্যাবস্থা করবে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!