এখন পড়ছেন
হোম > রাজ্য > দলীয় প্রচারে বাইকে না, পদযাত্রাতেই শাসকদলকে টেক্কা দেওয়ার চেষ্টা গেরুয়া শিবিরের

দলীয় প্রচারে বাইকে না, পদযাত্রাতেই শাসকদলকে টেক্কা দেওয়ার চেষ্টা গেরুয়া শিবিরের


সোমবার বাঁকুড়ার সারেঙ্গার সুখাডালিতে কর্মী-সমর্থক আর দলীয় প্রার্থীদের নিয়ে রাজ্য সহ-সভাপতি সুভাষ সরকারের নেতৃত্বে মিছিল করেছিল বিজেপি। এই ঘটনাকে কেন্দ্র করে রাজ্যের শাসক দল সহ রাজনৈতিক মহলে প্রতিবাদের ঝড় ওঠে।কারণ গেরুয়া শিবিরের এই মিছিল ছিলো নির্বাচন কমিশনের নিষেধাজ্ঞা উপেক্ষা করে। উল্লেখ্য বাঁকুড়ায় এবার পঞ্চায়েত ভোটে শাসক-বিরোধী সব থেকে বেশি আসনে প্রতিদ্বন্দ্বীতা হচ্ছে খাতড়া মহকুমা এলাকায়।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

এখানে নির্বাচনী প্রচারে রাজ্যের শাসক তৃণমূল কংগ্রেস এবং বিরোধী দল বিজেপি একে অপরকে টপকে যেতে চেষ্টা করছে। একই সঙ্গে জেলার রাইপুর-সারেঙ্গা ব্লক এলাকাতে বিজেপি দল নিজদের সংগঠনকে অনেক বেশি নিজেদের অনুকূলে করে ফেলেছে বলে মনে করা হচ্ছে। এদিন সারেঙ্গার সুখাডালিতে দলীয় প্রার্থীদের প্রচারে মিছিলে অংশ নিয়ে বিজেপির বাঁকুড়া জেলা সভাপতি বিবেকানন্দ পাত্র বললেন, ”শাসকের চোখ রাঙানিকে পরোয়া না করে আমরা ভোটের লড়াইয়ে নেমেছি। সুষ্ঠভাবে ভোট হলে আমরা সিংহভাগ আসনে জিতব। মনোনয়ন পত্র জমা দেওয়ার সময়কাল থেকে শাসক দল আশ্রিত সমাজ বিরোধীরা যেভাবে আক্রমণ করছে ভোট শান্তিপূর্ণভাবে হবে বলে তিনি মনে করেন না।”

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!