এখন পড়ছেন
হোম > রাজ্য > উত্তরবঙ্গ > শাসকদলের চাপ বাড়িয়ে এবার বিমল গুরুঙের সুরে সুর মেলালেন মুখ্যমন্ত্রী ঘনিষ্ঠ নেতা

শাসকদলের চাপ বাড়িয়ে এবার বিমল গুরুঙের সুরে সুর মেলালেন মুখ্যমন্ত্রী ঘনিষ্ঠ নেতা


“পাহাড় বাংলার অবিচ্ছেদ্য অঙ্গ। কাঞ্চনকন্যাকে ভাগ করতে দেব না।” ক্ষমতায় আসার পর থেকেই এই দাবি করে এসেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যার কারনে পাহাড়কে আলাদা রাজ্য করার দাবি তুললে তৎকালীন মোর্চা সভাপতি বিমল গুরুংয়েল সাথে খন্ডযুদ্ধ বাঁধে সরকারের।মৃত্যু হয় এক পুলিশকর্মীর। পরে অবশ্য বিমল গুরুংকে পাহাড় ছাড়া করে মোর্চার সভাপতি হিসেবে জিটিএর চেয়ারম্যান পদে বসেন বিনয় তামাং।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

——————————————————————————————-

এবার থেকে প্রিয় বন্ধুর খবর পড়া আরো সহজ, আমাদের সব খবর সারাদিন হাতের মুঠোয় পেতে যোগ দিন আমাদের হোয়াটস্যাপ গ্রূপে – ক্লিক করুন এই লিঙ্কে।

জানা যায়, পাহাড়ের এই বিনয় তামাংয়ের সঙ্গে বেশ সুসম্পর্ক রয়েছে রাজ্য সরকারের। কিন্তু যে গোর্খাল্যান্ডের দাবিতে সরকারের সঙ্গে সংঘর্ষে জড়িয়েছিলেন বিমল গুরুং সেই একই ইস্যুতে হেটে তাহলে কি এবার সরকারের সাথে লড়াইয়েই যাবে বর্তমান মোর্চা সভাপতি বিনয় তামাং?এই নিয়ে জোর জল্পনা ছড়িয়েছে রাজনৈতিক মহলে।  কিন্তু হঠাৎ এরকম জল্পনার কারনটাই বা কি?  জানা গেছে, শুক্রবার দার্জিলিংয়ের ভানু ভবনে শহীদ দিবসের এক অনুষ্টানে উপস্থিত হয়ে জিটিএর চেয়ারম্যান বিনয় তামাং বলেন, “গোর্খাল্যান্ডের স্বপ্ন নিয়েই এই আন্দোলন পাহাড়ে। তাই গোর্খাল্যান্ডের স্বপ্ন কখনও বৃথা হতে পারে না।”

অন্য একটি অনুষ্টানে একই দাবি করেন জিএনএলএফ প্রধান মন ঘিসিং। এদিকে বিনয় তামাংয়ের গলায় এহেন সুর নিয়ে পাহাড়ের তৃনমূল নেতারা বলেন, “দাবি ভিন্ন হতেই পারে। তবে পাহাড়ের উন্নয়নের ব্যাপারে সরকারের সাথে হাতে হাত রেখে কাজ করতে চান বিনয় তামাং।” এদিকে এদিনের সভায় গোর্খাল্যান্ডের দাবি তুললেও রাজ্য সরকারের ভূয়সী প্রশংসা করে বিনয় তামাং বলেন, ” পাহাঢ়ের উন্নয়নে রাজ্যের সাথে কাজ করবে মোর্চা। গত জুলাইয়ে পাহাড়ের গন্ডগোলে নিহতদের ক্ষতিপূরন দিয়েছে রাজ্য। এবার সেই সব পরিবারের একজনকে চাকরি দেওয়ার অনুরোধ করব। রাজনৈতিক মহল মনে করছে, গোর্খাল্যান্ডই পাহাড়ের প্রধান ইস্যু। তাই পাহাড়ে যাতে বিমল গুরুং বা অন্য কোনো দল ছাপ রাখতে না পারে তাই রাজনৈতিক বাধ্যবাধকতা থেকেই পাহাড়বাসীর দীর্ঘদিনের দাবি তুলে ধরলেন মোর্চা সভাপতি বিনয় তামাং।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!