এখন পড়ছেন
হোম > রাজ্য > শাসকদলের গোষ্ঠীকোন্দলের জেরে দিনেদুপুরে বোমাবাজি, আহত ৪ তৃণমূল কর্মী

শাসকদলের গোষ্ঠীকোন্দলের জেরে দিনেদুপুরে বোমাবাজি, আহত ৪ তৃণমূল কর্মী

দক্ষিণ ২৪ পরগণার সোনারপুর থানার খেয়াদহ গ্রাম পঞ্চায়েতের ক্ষুদিরাবাদে ভরদুপুরে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে এদিন একদল দুষ্কৃতি আমকা চড়াও হয়ে ভাঙচুর চালায়। শুধু তাই নয় এলাকায় স্থানীয় তৃণমূল কংগ্রেস কর্মী ও সমর্থকদের বাড়িতে ঢুকে দুষ্কৃতিরা সেখানে উপস্থিত মানুষ জনকে শারীরিক নিগ্রহের ও অভিযোগ উঠলো। তবে এলাকার স্থানীয় অধিবাসীদের মতে শাসকদলের অন্দরে দুটি পৃথক গোষ্ঠীর বিবাদের জেরেই এদিনের এই ঘটনা। তাদের দাবি অনুয়ারী বিগত কয়েকদিন ধরেই আসন্ন পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে সোনারপুর এলাকা সন্ত্রাস কবলিত।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে 

তবে এদিন  সাতসকালে প্রকাশ্যে বোমাবাজির ঘটনায় স্বভাবতই এলাকাবাসীরা আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছে। তাঁরা মনে করছেন এইরকম চলতে থাকলে দিনের বেলাতেও বাড়ির বাইরে বেরনো বন্ধ করতে হবে। প্রাক্‌ নির্বাচনী পর্বে রীতিমতো নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছে ঐ এলাকার সাধারণ মানুষ জন। এদিনের ঘটনার কথা জানতে পেরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্যে পুলিশি দ্রুত সক্রিয় ভূমিকা গ্রহণ করে। এদিন দুপক্ষের হানাহানিতে চারজন গুরুতর আহত হয়েছেন। জানা গিয়েছে তাদের মধ্যে একজনের অবস্থা সঙ্কটজনক। আহত চার জনকে চিকিৎসার প্রয়োজনে এমআর বাঙ্গুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এদিনের ঘটনায় উভয় পক্ষই কোনো প্রতিক্রিয়া জানায় নি। তবে অভিযোগের আঙুল উঠেছে এলাকার এলাকার বিক্ষুব্ধ তৃণমূল কংগ্রেস কর্মীদের দিকে। দলীয় নেতৃত্ব মনে করছেন এইরকম বিচ্ছিন্ন সন্ত্রাস ও হিংসার ঘটনা পঞ্চায়েত নির্বাচনে খুব স্বাভাবিকভাবেই দলীয় সুখ্যাতিকে টলিয়ে দেবে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!