এখন পড়ছেন
হোম > রাজ্য > উত্তরবঙ্গ > স্কুলে ছাত্রদের টেস্ট পেপার বিলি আটকাতে গিয়ে তীব্র জনরোষের মুখে শাসকদলের নেতা ও শিক্ষকনেতা

স্কুলে ছাত্রদের টেস্ট পেপার বিলি আটকাতে গিয়ে তীব্র জনরোষের মুখে শাসকদলের নেতা ও শিক্ষকনেতা


এবার ছাত্র বিক্ষোভের মুখে পড়লেন শাসকদলের শিক্ষক সংগঠনের এক সদস্য। যে ঘটনায় এখন তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়েছে শিলিগুড়ির শালবাড়ী হাইস্কুলে। কিন্তু ঠিক কী কারণে শাসকদলের এই দুই শিক্ষক ও নেতাকে ছাত্র ও অভিভাবকদের বিক্ষোভের মুখে পড়তে হল?

সূত্রের খবর, শিলিগুড়ির এই শালবাড়ী হাইস্কুলের এক শিক্ষক স্কুলের মধ্যেই ছাত্রদের কাছে এবিটিএর টেস্ট পেপার বিক্রি করছিলেন বলে অভিযোগ ওঠে। আর সেই ঘটনার বিরুদ্ধে প্রতিবাদ করেন সেই স্কুলেরই শিক্ষক মানিক রায়। যিনি শাসক দল তৃণমূল কংগ্রেসের শিক্ষক সংগঠনের সদস্য বলেই পরিচিত।

 

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এদিকে মানিকবাবু এই ঘটনার প্রতিবাদ করলে সেই মানিকবাবুর বিরুদ্ধে রাস্তায় নেমে স্কুলের ছাত্র এবং বহিরাগতরা তাঁকে হেনস্থা করে বলেও অভিযোগ। এমনকি এবিটিএর টেস্ট পেপার বিক্রিতে বাধা দেওয়ার জন্য ছাত্র ও বহিরাগতদের চাপের মুখে পড়ে সেই শাসকদলের শিক্ষক সংগঠনের সদস্য মানিক রায়কে শিক্ষকের পায়ে হাত দিয়ে ক্ষমাও চাইতে হয় বলে জানা যায়।

এমনকি এই ঘটনায় মানিকবাবুকে মারধর করেন কিছু ব্যক্তি। আর এতেই তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। গোটা পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে উপস্থিত হয় প্রধাননগর থানার পুলিশও। কেন শাসকদলের শিক্ষক সংগঠনের সদস্য মানিক রায়কে এইভাবে হেনস্থা করলেন তাঁরা?

এদিন এই প্রসঙ্গে সেই স্কুলের আন্দোলনকারী এক ছাত্র বলেন, “ছাত্রদের সুবিধার জন্যই স্কুল থেকে সবাইকে টেস্ট পেপার দেওয়া হয়। কিন্তু স্কুলের শিক্ষক মানিক রায় ও কিছু তৃণমূল নেতা তা নিয়ে আপত্তি করেন। সেক্ষেত্রেই আমরা প্রতিবাদ করেছি।”

তবে এইভাবে কোনো শিক্ষকের ওপর হেনস্থা করা কি ঠিক? এদিন এই প্রসঙ্গে দার্জিলিং জেলা এবিটিএর সম্পাদক তমাল চন্দ অবশ্য এই ঘটনায় তাঁদের জড়িত থাকার ব্যাপারটিকে উড়িয়ে দিয়েছেন। অন্যদিকে তাঁদের শিক্ষক সংগঠনের সদস্যের ওপর এই ভাবে হামলা চলায় তার কড়া নিন্দা করেছেন পশ্চিমবঙ্গ রাজ্য তৃণমূল শিক্ষক সমিতির সভাপতি সুপ্রকাশ রায়।

এদিন তিনি বলেন, “শিক্ষা প্রতিষ্ঠানে এমন ঘটনা কখনই কাম্য নয়।” এদিকে তিনি এই গোটা ঘটনায় এখনও নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে এদিন দাবি করেন সেই প্রতিবাদী শিক্ষক মানিক রায়। সব মিলিয়ে এবার স্কুলের ছাত্রদের মধ্যে এবিটিএর টেস্ট পেপার বিলি আটকাতে গিয়েই তীব্র জনরোষের মুখে পড়লেন শাসকদলের শিক্ষক সংগঠনের সদস্য।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!