এখন পড়ছেন
হোম > রাজ্য > উত্তরবঙ্গ > ছাত্রনেতার খুনির সঙ্গে মন্ত্রী সহ শাসকদলের একাধিক শীর্ষনেতার ছবি ভাইরাল সোশ্যাল মিডিয়ায়

ছাত্রনেতার খুনির সঙ্গে মন্ত্রী সহ শাসকদলের একাধিক শীর্ষনেতার ছবি ভাইরাল সোশ্যাল মিডিয়ায়

কদিন আগেই কোচবিহার কলেজের তৃনমূল ছাত্র পরিষদ কর্মী মাজিদ খুন হয়েছেন। অভিযোগ, তৃনমূলেরই মুন্না খাঁন নামে এক ব্যাক্তি এই খুনের সাথে জড়িত। আর এই অভিযোগ ও দোষীদের গ্রেপ্তারের দাবিতে ছাত্র বিক্ষোভের পরিপ্রেক্ষিতেই গত 26 জুলাই পুলিশের পক্ষ থেকে গ্রেপ্তার করা হয় এই মুন্না খানকে।

সূত্রের খবর, নিহত ছাত্র মাজিদ যুব নেতা অভিজিৎ দে ভৌমিকের অনুগামী ছিলেন। আর এই অভিজিৎ দে ভৌমিক বিধায়ক মিহির গোস্বামী ও জেলার যুব সভাপতি তথা সাংসদ প্রার্থপ্রতীম রায়ের আনুগামী। অন্যদিকে  ধৃত মুন্না খান মন্ত্রী তথা জেলা সভাপতি রবীন্দ্রনাথ ঘোষের অনুগামী। আর এই সূত্রকে সত্যি করে কদিন আগেই সোশাল মিডিয়ায় দেখা যায় রবীন্দ্রনাদ ঘোষের সাথে একই ছবিতে রয়েছেন এই মুন্না খান।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

——————————————————————————————-

এবার থেকে প্রিয় বন্ধুর খবর পড়া আরো সহজ, আমাদের সব খবর সারাদিন হাতের মুঠোয় পেতে যোগ দিন আমাদের হোয়াটস্যাপ গ্রূপে – ক্লিক করুন এই লিঙ্কে।

এমনকী প্রাক্তন পুরপ্রধান বীরেন কুন্ডুর সাথেও রয়েছে এই অভিযুক্তের ছবি। এদিকে এই ছবি পাওয়ার সাথে সাথে তৃনমূল ছাত্র পরিষদেরই কর্মী বলে পরিচিত কয়েকজন কলেজের ভেতরে ও বাইরে, স্টেশন মোড়, হলিশ পাল চৌপথী, কাছাড়ি মোড়, পুলিশ সুপার ও পুরসভার অফিসের সামনে তা সেটে দেয়। এ প্রসঙ্গে যুব নেতা অভিজিৎ দে ভৌমিক বলেন, “ছাত্ররাই পোষ্টার সাটিয়েছে। কারা সমাজবিরোধীদের আশ্রয়দাতা তা ছবিতেই প্রমানিত। দ্রুত অভিযুক্তদের বিরুদ্ধে ব্যাবস্থা নেওয়া উচিত।”

এদিকে দিল্লীতে সংসদের কাজে ব্যাস্ত থাকায় এব্যাপারে ফিরে সবার সাথে কথা বলবেন বলে জানিয়েছেন জেলা তৃনমূলের যুব সভাপতি তথা সাংসদ প্রার্থপ্রতীম রায়। তবে যার সাথে এই ছাত্র খুনে ধৃত মুন্না খানের ছবি দেখা গেছে সেই কোচবিহার জেলা তৃনমূলের সভাপতি তথা রাজ্যের মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ বলেন, “এটা আসলে সুপরিকল্পিত চক্রান্ত। অনেক অনুষ্টানে যাই। সেখানে অনেকে ছবি তোলেন। পরে যদি এই ছবিতে থাকা কেউ অপরাধী হন সে দায় কী আমার?” তবে মন্ত্রী বা জেলা তৃনমূলের নেতারা যাই বলুন না কেন দলের ছাত্র সংগঠন কর্মী খুনে ধৃত ব্যাক্তিল সাথে দলেরই নেতাদের ছবি গোটা শহরজুড়ে পোষ্টার আকারে ছড়িয়ে পড়াই বড়ই অস্বস্তিতে শাসকদল তৃনমূল কংগ্রেস।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!