এখন পড়ছেন
হোম > রাজ্য > একদিকে যখন শাসকদলের বিজয় মিছিল, অন্যদিকে তখন বিরোধীদের বিক্ষোভ মিছিল

একদিকে যখন শাসকদলের বিজয় মিছিল, অন্যদিকে তখন বিরোধীদের বিক্ষোভ মিছিল


রাজ্যে সদ্য সমাপ্ত ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনের ফলাফল ঘোষণার পর একই সাথে তৃণমূল কংগ্রেসের বিজয় মিছিলের পাশাপাশি কংগ্রেসের বিক্ষোভ মিছিলের সহবস্থান লক্ষ্য করা গেলো। রবিবার এই ঘটনাটি ঘটেছে মালদহ জেলায়। এদিন মালদহের রতুয়া এলাকায় জেলা পরিষদ নির্বাচনে রেকর্ড ভোটে জয়ী তৃণমূল কংগ্রেস  প্রার্থী পায়েল খাতুন কে নিয়ে শাসক দলের কর্মী সমর্থকেরা বিভিন্ন এলাকায় বিজয় মিছিল বের করেন।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

অন্যদিকে জেলার অপর প্রান্ত ইংরেজ বাজারের অমৃতি এলাকায় জেলা পরিষদ নির্বাচনে জয়ী তৃণমূল কংগ্রেস প্রার্থী অর্চনা মণ্ডল কে নিয়েও বিজয় মিছিল হয়। তবে এসবের বাইরে পুরাতন মালদহের মহিষবাথান এলাকায় নজরে এলো এক আলাদা ছবি। সেখানে কংগ্রেস কর্মী সমর্থকেরা নির্বাচন পরবর্তী সময়ে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস সন্ত্রাস চালাচ্ছে এই অভিযোগে থানা ঘেরাও করে বিক্ষোভ করলো। স্থানীয় সূত্রের খবর অনুয়ারী এদিন এই প্রসঙ্গে পুরাতন মালদহের কংগ্রেস বিধায়ক অর্জুন হালদার পুলিশের বিরুদ্ধে একাধিক অভিযোগ প্রকাশ্যে নিয়ে আসেন।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!