এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > শাসকদলের সংগঠন আরও তৃণমূল স্তরে নিয়ে যেতে বড়সড় সাংগঠনিক পরিবর্তন আসন্ন?

শাসকদলের সংগঠন আরও তৃণমূল স্তরে নিয়ে যেতে বড়সড় সাংগঠনিক পরিবর্তন আসন্ন?

 

একদিকে দলীয় গোষ্ঠী কোন্দল আর অন্যদিকে দিনকে দিন জেলায় কোণঠাসা হওয়া, কোচবিহারে এতদিন চরম সমস্যায় পড়েছিল তৃণমূল। যার কারণে লোকসভা নির্বাচনে জয়লাভ করতে পারেনি তারা। প্রাক্তন তৃণমূল যুবনেতা নিশীথ প্রামাণিক বিজেপি প্রার্থী হয়ে তৃণমূলের পরাজয়কে নিশ্চিত করে দিয়েছিলেন। আর এরপরই সেখানকার দলীয় সভাপতির পদ থেকে রবীন্দ্রনাথ ঘোষকে সরিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় দায়িত্ব দেন বিনয়কৃষ্ণ বর্মনকে।

পাশাপাশি কার্যকরী সভাপতি করা হয় কোচবিহারের প্রাক্তন সাংসদ পার্থপ্রতিম রায়কে। আর বিনয়বাবু এবং পার্থবাবু জেলায় দলের দায়িত্ব পাওয়ার পরই দলীয় সংগঠনকে চাঙ্গা করার কাজ শুরু করেন। এতদিন তৃনমূলে ব্লক এবং অঞ্চল সভাপতিদের নাম জেলা থেকে ঘোষণা করা হত। তারপরে ব্লক সভাপতিরা অঞ্চল সভাপতির নাম ঘোষণা করতেন।

কিন্তু এবার কিছুটা পরিবর্তন এনে যেভাবে বিধানসভা ভিত্তিক ওয়ার্কিং কমিটি ঘোষণা করা হয়েছে, ঠিক সেইভাবেই জেলা থেকে পূর্ণাঙ্গ অঞ্চল কমিটি ঘোষণার কথা জানিয়ে দিল কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেস। জানা গেছে, আগামী ডিসেম্বর মাসের মধ্যেই কোচবিহার জেলার প্রতিটি অঞ্চল কমিটি গঠন করে দেওয়া হবে।

পর্যবেক্ষকদের একাংশ বলছেন, কোচবিহার জেলা তৃণমূল নেতৃত্ব চাইছে বিধানসভা নির্বাচনের আগে দলের সংগঠনকে আরও মজবুত করতে। আর তাইতো নেত্রীর নির্দেশ মতো জনসাধারণের কাছে আরও বেশি করে পৌঁছে যেতে তাদের এই উদ্যোগ।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এদিন এই প্রসঙ্গে কোচবিহার জেলা তৃণমূলের সভাপতি বিনয়কৃষ্ণ বর্মন বলেন, “আমরা ইতিমধ্যেই বিধানসভা ভিত্তিক ওয়ার্কিং কমিটি ঘোষণা করেছি। আগামী নভেম্বর মাসের মধ্যে বিধানসভা ভিত্তিক সম্মেলন করব। অঞ্চল কমিটি গঠনের উদ্যোগ শুরু হয়েছে।”

অন্যদিকে এই প্রসঙ্গে জেলা তৃণমূলের কার্যকরী সভাপতি পার্থপ্রতিম রায় বলেন, “বিধানসভা গুলোতে যারা দলের দায়িত্বপ্রাপ্ত চেয়ারম্যান, জেলা সভাপতির কাছে অঞ্চল কমিটি গঠনের জন্য প্রস্তাব দেবেন, দলের জেলা সভাপতি আলোচনার ভিত্তিতে অনুমোদন দেবেন। সংযোজন-বিয়োজন পুনর্বিন্যাসের মাধ্যমে তা গড়ে তোলা হবে। তবে এবারে শুধু অঞ্চল সভাপতির নাম ঘোষণা হবে না। বিধানসভা ভিত্তিক ওয়ার্কিং কমিটি যেভাবে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা হয়েছে, সেই রকম পূর্ণাঙ্গ অঞ্চল কমিটি ঘোষণা হবে। আগামী দিনে তাদের নিয়েই কাজ করতে হবে।”

সব মিলিয়ে সংগঠনকে মজবুত করে আরও তৃণমূল স্তরে পৌঁছে যেতেই যে কোচবিহার জেলা তৃণমূলের এই উদ্যোগ, সেই ব্যাপারে নিশ্চিত রাজনৈতিক মহল।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!