এখন পড়ছেন
হোম > অন্যান্য > রাসেলের ব্যাটেই লুকিয়ে আছে জয়ের মন্ত্র? কোচ ম্যাককুলাম তৈরী করছেন স্পেশ্যাল স্ট্র্যাটেজি?

রাসেলের ব্যাটেই লুকিয়ে আছে জয়ের মন্ত্র? কোচ ম্যাককুলাম তৈরী করছেন স্পেশ্যাল স্ট্র্যাটেজি?


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট- কিছুদিন আগে KKR-এর জন্য হকের বক্তব্যে সিঁদুরে মেঘ দেখছিলেন ক্রিকেটপ্রেমীরা। কারণ গতবছর যখন একটার পর একটা ম্যাচ হারায় বিধ্বস্ত হয়ে পড়েছিল কেকেআর, সেই সময় কার্তিকের বিরুদ্ধে নিজের ক্ষোভ উগরে দিয়েছিলেন আন্দ্রে রাসেল। বলতে গেলে রাসেল যে কেকেআরের অন্যতম সুযোগ্য খেলোয়াড়, সেকথা বলার অপেক্ষা রাখে না। তবে তিনি সেই সময় দাবি করেছিলেন দলের ভুল সিদ্ধান্তের জন্যই এমন একটা দুঃসময়ের মধ্য দিয়ে যেতে হয়েছিল গতবার।

তবে সেই কথার পর পেরিয়ে গেছে এক বছরেরও বেশি সময়। কিন্তু হকের কথায় সেই সময় মনে হয়েছিল সে মনোমালিন্য শেষপর্যন্ত হয়ত এখনও থেকেই গেছে। অন্যদিকে কার্তিকের নতুন উচ্ছ্বাসে মাঠে নামার খবরও পাওয়া গিয়েছিল ম্যাচ শুরুর কিছুদিন আগে। তবে হক সেইসময় বলেছিলেন সম্পর্ক ঠিক না করলে সম্পর্কের দিক থেকে হয়তো কোথাও না কোথাও দলের পিছিয়ে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। কারণ খেলা মানেই হচ্ছে একটা টিম ওয়ার্ক। তাই সেই টিমের যদি কোন একজনের সঙ্গেও একজনের মনোমালিন্য সৃষ্টি হয় তবে তা সমগ্র দলের ওপর প্রভাব ফেলতে সচেষ্ট হবে। আর সেই নিয়েই চিন্তায় ছিলেন কেকেআর অনুরাগীরা।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তবে সেই ভুল থেকেই হয়ত শিক্ষা নিতে দেখা গেছে দলকে। জানা গেছে, এবার হয়ত প্রথম দিকেই মাঠে নামবেন রাসেল। বস্তুত, রাসেল প্রত্যেকবারই শেষের দিকে নেমে দারুন ব্যাটিং করেন। তবে গত মরশুমে রাসেল ব্যাটিং লাইনআপের প্রথম দিকে নামতে চাইলেও তা করা যায়নি। ফলে কোচ জ্যাক ক্যালিস এবং অধিনায়ক দীনেশ কার্তিকের সঙ্গে রাসেলের মনোমালিন্যও হয়েছিল। তবে এবার আর সেই ভুল করবে না KKR। এবার রাসেলকে ব্যাটিং অর্ডারের উপরের দিকেই নামতে দেখা যাবে বলে জানা গেছে কোচ ব্র্যান্ডন ম্যাকালামের তরফ থেকে।

প্রসঙ্গত উল্লেখ্য, যদিও সেই সময় কার্তিক রাসেলের সঙ্গে তাঁর এই মতানৈক্যে বিষয়ে জানিয়েছিলেন যে, অনেক আগেই তাদের মধ্যে সব ভুল বোঝাবুঝি মিটে গিয়েছে। বস্তুত সেবারে দলের খারাপ পারফরম্যান্সের জন্যই নাকি দলের উপর রেগে ছিলেন রাসেল। কারণ সেবারে পরিস্থিতি এতটাই খারাপ ছিল যে নিজের সেরাটা দিয়েও দলকে তারা জোগাতে পারেননি। উপরন্তু খেলায় ৫ নম্বর জায়গা থেকে টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হয়েছিল তাদের। ফলে স্বভাবতই দলের জন্য একটা বড়সড় ধাক্কা ছিল সেটা। আর তা থেকেই রাসেল এমন কাজ করেছিলেন বলেই মনে করেছিলেন তিনি। তবে এবার যে খেলায় আর কোনো খামতি থাকবে না, সেই কথাই বোঝা গেছে এই সিদ্ধান্তের পর।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!