এখন পড়ছেন
হোম > খেলা > সব বিষয়ে মাথা গলাচ্ছে সৌরভ, মহারাজকে একহাত নিলেন টিম ইন্ডিয়ার প্রাক্তন ক্যাপ্টেন

সব বিষয়ে মাথা গলাচ্ছে সৌরভ, মহারাজকে একহাত নিলেন টিম ইন্ডিয়ার প্রাক্তন ক্যাপ্টেন


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক দিলীপ বেঙ্গসরকার ইতিমধ্যেই ভারতীয় ক্রিকেটের বিভিন্ন প্রসঙ্গ নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছেন। সম্প্রতি তিনি আইপিএলের সূচি নিয়ে প্রশ্ন তুলেছিলেন, তারপর জাতীয় নির্বাচকদের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন। আর এবার দিলীপ বেঙ্গসরকারের নিশানায় সরাসরি বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলী। সৌরভ গাঙ্গুলীকে বেঙ্গসরকার সব বিষয়ে ‘মাথা গলাচ্ছে’ বলে সোজাসুজি আক্রমণ করে বসলেন। যা নিয়ে এই মুহূর্তে ভারতীয় ক্রিকেটে অন্দরমহলে শুরু হয়েছে তীব্র গুঞ্জন।

সম্প্রতি রোহিত শর্মা আঘাতজনিত কারণে অস্ট্রেলিয়া সিরিজে দলে থাকছেন না। সেসময় রোহিত শর্মা কেন দলে থাকছেন না বা তাঁর খেলার সম্ভাবনা আছে কিনা, সে নিয়েও জবাব দেন সৌরভ গাঙ্গুলী। আর তারপরেই বিসিসিআই সভাপতি হিসেবে সৌরভ গঙ্গোপাধ্যায় তীব্র কটাক্ষের মুখোমুখি হন একদা টিম ইন্ডিয়ার প্রাক্তন ক্যাপ্টেন দিলীপ বেঙ্গসরকারের। বর্তমানে ভারতীয় ক্রিকেটের সমস্ত খুঁটিনাটি সরাসরি বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলীর কাছ থেকেই জেনে নিতে পারছেন ক্রিকেটপ্রেমীরা।

আর তাই নিয়েই ক্রিকেটভক্তরা খুশি থাকলেও বিষয়টি বিশেষ আমল দিতে রাজি নন দিলীপ বেঙ্গসরকার। আর সেই পরিপ্রেক্ষিতেই সৌরভ গাঙ্গুলীকে একহাত নিলেন টিম ইন্ডিয়ার প্রাক্তন ক্যাপ্টেন। সাধারণত প্রতিটি বোর্ডে বিভিন্ন কাজের জন্য আলাদা আলাদা বিভাগ থাকে। যেমন আইপিএলের গভর্নিং কাউন্সিল থেকে নির্বাচকমণ্ডলী। ভারতীয় প্রাক্তন অধিনায়ক দিলীপ বেঙ্গসরকার ক্ষোভ প্রকাশ করে জানিয়েছেন, যাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে তিনি সেই সংক্রান্ত খবর দেবেন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

কিন্তু সেখানে বেশিরভাগ সময় সৌরভ গঙ্গোপাধ্যায় সব ব্যাপারে কথা বলছেন বলে রীতিমত কটাক্ষ করেন এদিন বেঙ্গসরকার। তিনি বলেন, এবারের আইপিএলের 2019 এর সূচি এবং স্থান নিয়ে যখন আলোচনা হচ্ছিল, ঠিক সেসময় আইপিএলের চেয়ারম্যানের হয়েও কথা বললেন সৌরভ গাঙ্গুলী। প্রত্যেকটি বিষয়ে কথা বলার জন্য বিভিন্ন জন আছেন, যারা সঠিক সিদ্ধান্ত নিতে পারেন বা নেওয়ার যোগ্যতা আছে। এ ব্যাপারে সৌরভ গাঙ্গুলী সব ব্যাপারে সকলের চেয়ে বেশি বোঝে বলে তীব্র কটাক্ষ করেছেন বেঙ্গসরকার।

শুধু তাই নয়, তিনি স্পষ্ট ভাষায় এদিন জানিয়েছেন বিসিসিআই প্রেসিডেন্ট পদে সৌরভ গাঙ্গুলীকে তিনি মোটেই আর পছন্দ করছেন না। বরং নিজের চিন্তাভাবনা বদলানোর কথা তিনি ভাবছেন। অন্যদিকে জানা গেছে, জাতীয় ক্রিকেট নির্বাচকরা আঘাতজনিত কারণে রোহিত শর্মাকে দলে রাখতে পারেননি। যদিও সরকারিভাবে এখনো পর্যন্ত কোন আপডেট পাওয়া যায়নি। তবে তারই মধ্যে সৌরভ গাঙ্গুলী একটি সাক্ষাৎকারে জানিয়েছেন, রোহিত শর্মার মতো ক্রিকেটার যদি ফিট থাকেন, তাহলে অবশ্যই খেলার সুযোগ পাবেন।

কিন্তু ইন্ডিয়ার ফিজিও জানিয়ে দিয়েছেন, ফিটনেস টেস্টে যদি রোহিত শর্মা উত্তীর্ণ না হতে পারেন, তাহলে অস্ট্রেলিয়া সফর হবেনা তাঁর। সব মিলিয়ে ভারতীয় ক্রিকেট মহলে এখন দিলীপ বেঙ্গসরকার একের পর এক সমালোচনা করে চলেছেন বিসিসিআইয়ের প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলীর বিরুদ্ধে। তবে দিলীপ বেঙ্গসরকারের মন্তব্যের পরিপ্রেক্ষিতে এখনো পর্যন্ত সৌরভ গাঙ্গুলীর পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি। তবে টিম ইন্ডিয়ার প্রাক্তন ক্যাপ্টেনের মন্তব্য যে ব্যাপক সমালোচনার জন্ম দিল ভারতীয় ক্রিকেট মহলে, সে ব্যাপারে নিশ্চিত ক্রিকেট বিশেষজ্ঞরা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!