এখন পড়ছেন
হোম > রাজ্য > সবংয়ের প্রচারে এসে এবার মানস ভূঁইয়াকে ‘বেইমান’ বললেন চন্দ্রিমা ভট্টাচার্য

সবংয়ের প্রচারে এসে এবার মানস ভূঁইয়াকে ‘বেইমান’ বললেন চন্দ্রিমা ভট্টাচার্য

বৃহস্পতিবার সবং বিধানসভা উপ নির্বাচনের প্রচারে এসেছিলেন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। চন্দ্রিমাদেবীর সঙ্গে ছিলেন বিধায়ক শ্রীকান্ত মাহাত, আশিস চক্রবর্তী, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ অমূল্য মাইতি, স্থানীয় নেতা নির্মল ঘোষ, সূর্য অট্ট প্রমুখ। চন্দ্রিমাদেবী শাসকদলের প্রার্থী তথা মানস ভূঁইয়ার স্ত্রী গীতারানি ভূঁইয়ার হয়ে প্রচার করার সময় বলেন, প্রগতি ও উন্নয়নের সঙ্গে থাকা মানে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে থাকা আর মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে থাকা যদি বেইমানি হয় তবে মানসবাবু বেইমান। আমরা চাই যে মানসবাবুর মতো বেইমান বাংলায় আরও জন্মান।
প্রসঙ্গত, কদিন আগেই সবংয়ে প্রচারে এসে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী ও কংগ্রেসের রাজ্যসভার সাংসদ প্রদীপ ভট্টাচার্য মানসবাবুকে বেইমান বলেছিলেন। এদিন সেই প্রসঙ্গের জবাব দিতে গিয়ে মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য্য একথা বলেন। সাথে আরো বলেন, প্রদীপবাবু যখন রাজ্যসভার সদস্য হওয়ার জন্য পিছন থেকে আমাদের সাহায্য নিয়েছিলেন তখন তো বেইমানি হয়নি, তবে এখন মানসবাবুকে কেন বেইমান বলছেন? তিনি সবংবাসীর উদ্দেশ্যে বলেন, মানসবাবুকে বেইমান বলার জবাব ইভিএম মেশিনে দিতে হবে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!