এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > সাবধান এই ম্যাসেজ এলে জানবেন আপনার হোয়াটসঅ্যাপ হ্যাক হয়েছে

সাবধান এই ম্যাসেজ এলে জানবেন আপনার হোয়াটসঅ্যাপ হ্যাক হয়েছে


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – মেসেঞ্জার প্ল্যাটফর্ম হিসেবে হোয়াটসঅ্যাপ এর জনপ্রিয়তা ব্যাপক। কিন্তু কিছুদিন ধরে হোয়াটসঅ্যাপের নিরাপত্তা নিয়ে উঠছে নানা প্রশ্ন। বেশ কিছুদিন ধরেই হোয়াটসঅ্যাপে একটি মেসেজ পাঠানো হচ্ছে। এই মেসেজে থাকছে লিনক ও ওটিপি, যেখানে ক্লিক করলে ব্যক্তিগত তথ্য হ্যাকারের হাতে চলে যাবার যেমন আশঙ্কা আছে। তেমনি এই মেসেজ ফরোয়ার্ড করলেও ব্যক্তিগত তথ্য হাতিয়ে নেয়ার আশঙ্কা আছে। কলকাতা পুলিশের পক্ষ থেকে এ বিষয়ে সাবধান করা হয়েছে সাধারণ মানুষকে।

সম্প্রতি, কলকাতা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে যে, হোয়াটসঅ্যাপে একটি মেসেজ পাঠানো হচ্ছে। যে মেসেজে ওটিপি, একটি লিঙ্ক থাকছে। এই লিঙ্কে ক্লিক করে এই ওটিপি কোড যাচাই করে নেবার কথা বলা হচ্ছে। সেই সঙ্গে তা শেয়ার করার কথাও বলা হচ্ছে। কিন্তু এই লিংকে ক্লিক করলে বা এই লিংক শেয়ার করলে ব্যক্তিগত তথ্য হ্যাকারদের হাতে চলে যাবে। এমনকি সম্পূর্ণ হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট চলে যাবে হ্যাকারদের নিয়ন্ত্রণে। নিজের অ্যাকাউন্ট এর উপরেই নিজেরই কোনো নিয়ন্ত্রণ থাকবে না।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে যে, এই ধরনের মেসেজ ক্লিক, ফরোয়ার্ড করতে গিয়ে বহু মানুষ সমস্যায় পড়েছেন। অনেকের অ্যাকাউন্ট হ্যাক হয়ে গেছে। তাই এ বিষয়ে মানুষকে বিশেষভাবে সতর্ক করেছে কলকাতা পুলিশ। পূর্বেও একাধিকবার মেসেজ পাঠিয়ে বা ম্যালওয়ার তৈরি করে গ্রাহকদের ব্যক্তিগত তথ্য হাতিয়ে নিয়েছে হ্যাকাররা। আবার অনেক সময় কোনো একজন হ্যাকার কারোর অ্যাকাউন্টে গিয়ে নিজেকে তার বন্ধু বা আত্মীয় পরিচয় দিয়ে তাকে মেসেজ করা হচ্ছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তারপর সাবধান করা হচ্ছে যে, তিনি কোন বিপদে পড়তে পারেন। এরপর তার থেকে ওটিপি নম্বর জানতে চাওয়া হচ্ছে। আর একবার ওটিপি নম্বর হ্যাকারদের হাতে দিয়ে দিলেই তৎক্ষণাৎ অ্যাকাউন্ট হ্যাক হয়ে যাচ্ছে। এরপর গ্রাহকের ব্যক্তিগত তথ্য, একাধিক গুরুত্বপূর্ণ তথ্য চলে যাচ্ছে হ্যাকারের হাতে। একজন গ্রাহকের অ্যাকাউন্ট হ্যাক করে তার পরিচিত ব্যক্তিদের মেসেজ করে, তাদের হ্যাক করে নেবার চেষ্টা করছে হ্যাকাররা।

গতকাল আলিপুরের এক মহিলা এ বিষয় নিয়ে অভিযোগ জানিয়েছেন পুলিশের কাছে। সম্প্রতি আরও বেশ কিছু ব্যক্তি এ বিষয়ে পুলিশের কাছে অভিযোগ জানিয়েছেন। অভিযোগকারীরা পুলিশের কাছে জানিয়েছেন যে, তাদের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাক হয়ে গেছে। তারা নিজেদের অ্যাকাউন্ট ব্যবহার করতে পারছেন না। হ্যাকাররা তাদের অ্যাকাউন্ট এর উপর দখল নিয়েছে। তাদের একাউন্ট ফিরে পেতে চাইলে তাদের কাছ থেকে বিশাল অঙ্কের টাকা দাবি করা হচ্ছে।

তাই এবার এ বিষয়ে মানুষকে বিশেষভাবে সচেতন করেছে পুলিশ। এই ধরণের কোন মেসেজ হোয়াটসঅ্যাপে এলে সেই মেসেজ এড়িয়ে যাওয়ার নির্দেশ দেয়া হয়েছে। এই হ্যাকিং চক্রের পেছনে কে? বা কারা? রয়েছে তা এখনো জানা যায়নি। এ বিষয়ে তদন্ত করছে পুলিশ। পুলিশের অনুমান, বাইরের কোন রাজ্য থেকে এই সমস্ত গ্যাং কাজ করছে। বিদেশ থেকেও এই ধরনের অপরাধ সংঘটিত হতে পারে বলে, অনুমান করছে পুলিশ।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!