এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > কৃষি আইন নিয়ে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে প্রতিবাদসভা, সভা চলাকালীন ভেঙে পড়লো মঞ্চ!

কৃষি আইন নিয়ে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে প্রতিবাদসভা, সভা চলাকালীন ভেঙে পড়লো মঞ্চ!


আপনাদের সুবিধার্থে খবরের শেষে বিধানসভা ২০২১ উপলক্ষে আমাদের করা সর্বশেষ সমীক্ষার প্রতিটির লিঙ্ক দেওয়া আছে।

আপনার মতামত জানান -

প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – সম্প্রতি কৃষি আইন নিয়ে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে দেখা গিয়েছিল একাধিক রাজনৈতিক দলকে। সেখানে বিধানসভা নির্বাচনের আগে লড়াইয়ের ময়দানে নিজেদের জমি ধরে রাখতে কৃষকদের নিয়ে আন্দোলন বর্তমানে কেন্দ্রের বিরুদ্ধে বিরোধীদের নতুন অস্ত্র বলেই মনে করছিলেন রাজনৈতিক বিশ্লেষকরা। এমন পরিস্থিতিতে শাসকদলের সভা চলাকালীন মঞ্চ ভেঙে বিপত্তি ঘটার ঘটনা সামনে এসেছে।

ঘটনাটি ঘটেছে মঙ্গলবার বিকেলে পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামে। স্থানীয় সূত্রে জানা গেছে, সভার মঞ্চ যখন একেবারে জমে উঠেছে, মঞ্চ থেকে ভাষণ দিচ্ছেন একের পর এক তৃণমূল নেতা, ঠিক তখনই এক নেতার ভাষণ চলাকালীন হঠাত্‍ই হুড়মুড়িয়ে ভেঙে পড়ে গোটা মঞ্চটি। যার জেরে মাঝপথেই সভা মুলতুবি করতে হয়। যদিও এই ঘটনায় কেউ আহত হননি বলেই জানান হয়েছে, তবুও এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে বলেই জানা গেছে।

আপনার মতামত জানান -

বস্তুত, বিধানসভা নির্বাচনের আর বেশি দেরি নেই। সেখানে এখন ভোটের আগে নির্বাচনের কাজ শুরু করে দিয়েছে সমস্ত রাজনৈতিক দলই। আর সেখানেই মঙ্গলবার নন্দীগ্রাম বাসস্ট্যান্ড লাগোয়া এলাকায় স্থানীয় তৃণমূল নেতৃত্ব একটি জনসভার আয়োজন করেছিল বলে জানা যায়। বস্তুত, নরেন্দ্র মোদী সরকারের কৃষিনীতির বিরুদ্ধে প্রতিবাদ জানাতেই এই সভা করা হয় বলেই জানান হয়েছে।

তথ্য সূত্রে জানা গেছে, এই সাভার মূল উদ্যোক্তা ছিলেন নন্দীগ্রাম-১ নম্বর ব্লকের সদ্য দায়িত্বপ্রাপ্ত তৃণমূল সভাপতি স্বদেশ দাস। অন্যদিকে, সেই সভার মঞ্চে উপস্থিত থাকতে দেখা গেছে, আবু সুপিয়ান থেকে শুরু করে নন্দীগ্রাম-১ নম্বর ব্লকের ত্রিস্তর পঞ্চায়েতের বহু নেতানেত্রীকেই। সেইসঙ্গে বেশ কয়েকজন উত্‍সাহী তৃণমূল সমর্থকও মঞ্চে ছিলেন বলেও জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

কিন্তু ঠিক কি হয়েছিল এদিন? জানা গেছে, এদিন মঞ্চে উপস্থিত থাকা একাধিক নেতার মধ্যে প্রথমে উদ্যোক্তা স্বদেশ দাস এবং পরে একাধিক তৃণমূল নেতা বক্তৃতা দেন। এরপর মঞ্চে ভাষণ দিতে আসেন পীযুষ ভুঁইয়া। আর ঠিক তখনই ঘটে বিপত্তি। জানা গেছে তিনি এদিন প্রথমে মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্দোলন নিয়ে উপস্থিত সমর্থকদের উজ্জীবিত করছিলেন।

সেইসঙ্গে নাম না করেই তিনি শুভেন্দু অধিকারীর উদ্দেশ্যে বলতে শুরু করলেই, সেই সময়ই ঘটনাটি ঘটে। একেবারে হঠাৎ হুড়মুড়িয়ে মঞ্চটি ভেঙে পড়ে। সেইসঙ্গে ঘটনার পর সভা মুলতুবি করে দেওয়া হয়। এই ঘটনায় এলাকায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়ে পড়ে বলেও জানা যায়।

অন্যদিকে, এই ঘটনার পর ধীরে ধীরে লোকজনও চলে যেতে থাকেন বলেই জানা গেছে। এই ঘটনায় তৃণমূল নেতা আবু সুপিয়ান জানিয়েছেন, জনসভার মঞ্চে দলের বহু উত্‍সাহী কর্মী উঠে আসায় এই বিপত্তি হয়েছে। তবে কারও চোট লাগেনি বলেই জানিয়েছেন তিনি।

একনজরে দেখে নিন আমাদের সর্বশেষ বিধানসভা ২০২১ ওপিনিয়ন পোল –

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – দ্বিতীয় পর্ব – 

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – প্রথম পর্ব – 

# মালদহ জেলার ওপিনিয়ন পোল –

# দক্ষিণ দিনাজপুর জেলার ওপিনিয়ন পোল –

# উত্তর দিনাজপুরে জেলার ওপিনিয়ন পোল –

# জলপাইগুড়ি ও কালিম্পঙ জেলার ওপিনিয়ন পোল –

# আলিপুরদুয়ার ও দার্জিলিং জেলার ওপিনিয়ন পোল –

# কুচবিহার জেলার ওপিনিয়ন পোল –

আপনার মতামত জানান -
আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!