এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > সবুজসাথীর সাইকেল বিলিতে টাকা নেওয়ার অভিযোগ, বিতর্ক তুঙ্গে

সবুজসাথীর সাইকেল বিলিতে টাকা নেওয়ার অভিযোগ, বিতর্ক তুঙ্গে


 

ক্ষমতায় আসার পর স্কুলের ছাত্র-ছাত্রীদের জন্য “সবুজসাথী” নামক প্রকল্প গড়ে সকলের কাছে সাইকেল পৌঁছে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে এবার মুখ্যমন্ত্রীর সাধের এই প্রকল্পেও চরম অনিয়মের অভিযোগ উঠল। সূত্রের খবর, কুলটির স্কুলে সবুজসাথীর সাইকেল বিলিতে টাকা নেওয়ার অভিযোগ উঠেছে। যার জেরে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে কুলটির মিঠানি উচ্চ বিদ্যালয়ের। ঐতিহ্যমন্ডিত এই বিদ্যালয়ের বিরুদ্ধে এহেন অভিযোগ ওঠায় শুরু হয়েছে বিতর্কও।

জানা যায়, গত মঙ্গলবার পিকআপ ভ্যানে করে এই স্কুলে সবুজ সাথীর সাইকেলগুলি আনা হয়। কিন্তু এরপর সেই সাইকেলগুলি ছাত্রছাত্রীদের কাছে বিতরণ করার জন্য ৪০ টাকা করে জমা করতে বলা হয়। যা নিয়ে অনেকেই প্রশ্ন করতে শুরু করেন।

কেননা রাজ্যের বর্তমান সরকারের উদ্যোগে বিনামূল্যে সবুজ সাথী প্রকল্পের মধ্যে দিয়ে ছাত্রছাত্রীরা যাতে স্কুলে যেতে পারেন, তার জন্য সাইকেল দেওয়া হচ্ছে। সে ক্ষেত্রে কেন ছাত্রছাত্রীদের সাইকেল পেতে অর্থ দিতে হবে! তা নিয়ে স্কুলের ভূমিকার সমালোচনা করতে শুরু করেন অনেকে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এদিন এই প্রসঙ্গে অভিভাবক পূর্ণচন্দ্র পাত্র বলেন, “সাইকেল নেওয়ার জন্য ৪০টাকা চাওয়া হয়েছে।” অন্যদিকে এই ব্যাপারে স্কুলের ছাত্র উদয় বাউরি, টোটন বাউরিরা বলেন, “আমাদের কাছে ৪০টাকা করে নেওয়া হয়েছে।” কিন্তু কেন এইভাবে টাকা নেওয়া হল! এটাতো বেআইনি!

এদিন এই ব্যাপারে জানতে চেয়ে এই স্কুলের প্রধান শিক্ষক বৃন্দাবন পালের সঙ্গে যোগাযোগ করলে তিনি বলেন, “আমি এনিয়ে কোনও মন্তব্য করব না।” এদিকে এই প্রসঙ্গে জেলা বিদ্যালয় পরিদর্শক(মাধ্যমিক) অজয়কুমার পাল বলেন, “বিষয়টি শুনেছি। পুরো বিষয়টি তদন্ত করে দেখা হবে।”

অন্যদিকে পশ্চিমবঙ্গ তৃণমূল সেকেন্ডারি টিচার্স অ্যাসোসিয়েশনের সভাপতি রাজীব মণ্ডল বলেন, “পুরো বিষয়টি আমরা প্রশাসনের নজরে আনব।” সবমিলিয়ে মুখ্যমন্ত্রীর সাধের সবুজসাথী প্রকল্পে অনিয়মের অভিযোগে চাঞ্চল্য ছড়াল কুলটিতে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!