এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > কি হবে সব্যসাচির ভবিষ্যৎ!আজ চূড়ান্ত সিদ্ধান্ত নিতেই কি ফের বৈঠক জেনে নিন

কি হবে সব্যসাচির ভবিষ্যৎ!আজ চূড়ান্ত সিদ্ধান্ত নিতেই কি ফের বৈঠক জেনে নিন

নিউটাউনের তৃণমূল বিধায়ক তথা বিধাননগর পৌরসভার মেয়র সব্যসাচী দত্তর বাড়ি থেকে বেরিয়ে যেদিন বিজেপি নেতা মুকুল রায় বলেছিলেন “লুচি খেলাম, মিষ্টি খেলাম”, সেদিন থেকেই এই তৃণমূল বিধায়কের জীবনটা নোনতা হয়ে যেতে শুরু করে। অনেকে কৌতুক করে বলেন, মুকুল রায় হয়ত মিষ্টি খেলেন ঠিকই, কিন্তু সব্যসাচী দত্তের জীবনকে তিনি লবণের মত বিষাক্ত করে দিয়ে চলে গেলেন।

তবে এরপর থেকেই সব্যসাচী দত্তের বিজেপিতে যোগ দেওয়ার সম্ভাবনা তৈরি হলে তিনি তৃণমূলেই আছেন এবং তৃণমূলেই থাকবেন বলে জানিয়ে দেন। তবে বিভিন্ন সময় দল সম্পর্কে তার বিস্ফোরক মন্তব্য তৃণমূলকে প্রবল অস্বস্তিতে ফেলতে শুরু করে। সম্প্রতি বিদ্যুৎ ভবনে এই সব্যসাচী দত্তের নেতৃত্বে তৃণমূলের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসির বিক্ষোভ কর্মসূচি ঘিরে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়। যেখানে প্রকাশ্যেই রাজ্যের বিদ্যুৎমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে বিষোদগার করতে দেখা যায় সব্যসাচী দত্তকে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এমনকি এই ব্যাপারে দল তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিলে নিতেই পারে বলে দলের বিরুদ্ধেও পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে দেন তৃণমূলের এই হেভিওয়েট বিধায়ক। আর তারপর থেকেই তৃণমূলের অন্দরে জল্পনা তৈরি হতে থাকে যে, এবার হয়ত সব্যসাচী দত্তের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিতে পারে ঘাসফুল শিবির।

যেমন ভাবা তেমন কাজ। নিউটাউনের তৃণমূল বিধায়ককে এবার টাইট দিতে বিধাননগর পৌরসভার সমস্ত দলীয় কাউন্সিলরদের নিয়ে অবশেষে তৃণমূল ভবনে বৈঠক করতে চলেছেন রাজ্যের পুর ও নগরোন্নয়নমন্ত্রী ফিরহাদ হাকিম। দলীয় সূত্রের খবর, বিধাননগর পৌরসভায় মেয়র হিসেবে সব্যসাচী দত্তকে রাখতে নারাজ তৃণমূল শীর্ষ নেতৃত্ব। আর তাইতো সেখানকার সমস্ত দলীয় কাউন্সিলরকে ডেকে তারা সব্যসাচী দত্তকে মেয়র হিসেবে দেখতে চান কিনা, সেই ব্যাপারে আলোচনা করতেই আজ তৃণমূল ভবনে সেই কাউন্সিলরদের সঙ্গে কথা বলবেন কলকাতা পৌরসভার মেয়র তথা রাজ্যের পুরমন্ত্রী।

সত্যিই কি তাহলে সব্যসাচী দত্তের ব্যাপারে এবার বড়সড় পদক্ষেপ নেবে দল! এদিন এই প্রসঙ্গে রাজারহাট গোপালপুরের তৃণমূল বিধায়ক পূর্ণেন্দু বসুকে প্রশ্ন করা হলে তিনি বলেন, “ফিরহাদের উপর দায়িত্ব দেওয়া হয়েছে। আমি এই ব্যাপারে কিছু বলব না। যা বলার ওই বলবে।”

অন্যদিকে এই প্রসঙ্গে উত্তর 24 পরগনা জেলা তৃণমূল সভাপতি তথা খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক বলেন, “আমাদের দলে দায়িত্ব ভাগ করা রয়েছে। সব্যসাচীর সঙ্গে ফিরহাদ কথা বলছেন। তারপর আমাকে দায়িত্ব দিলে আমি দেখব।”

সব মিলিয়ে লোকসভা নির্বাচনের ফলাফল প্রকাশের পর থেকেই বিভিন্ন সময় দলের অস্বস্থি বাড়ানো বিধাননগর পৌরসভার মেয়র তথা তৃণমূল বিধায়ক সব্যসাচী দত্তের বিরুদ্ধে আজ তৃণমূল ভবনে বিধাননগরের দলীয় কাউন্সিলরদের নিয়ে বৈঠকের পর এই ব্যাপারে ফিরহাদ হাকিম ঠিক কি বলেন, এখন সেদিকেই তাকিয়ে সকলে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!