ডিএ আর ঘুষ কেলেঙ্কারি নিয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে বিস্ফোরক সব্যসাচী দত্ত বিশেষ খবর রাজ্য January 4, 2018 সদ্য গতকালই বিজেপি প্রভাবিত সরকারি কর্মচারী পরিষদের আহ্বায়ক দেবাশীষ শীল একান্ত সাক্ষাৎকারে আমাদের জানিয়েছিলেন সরকারি কর্মচারীদের উপর রাজ্য সরকারের বঞ্চনার প্রতিবাদে আগামী ১৬ ফেব্রুয়ারী বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ও মুকুল রায়কে নিয়ে শান্তিপূর্ণ প্রতিবাদ কর্মসূচি নেবেন। আর আজই শাসকদলের বিধায়ক তথা বিধাননগরের মেয়র সব্যসাচী দত্ত সেই সরকারি কর্মচারীদের উপর বঞ্চনার প্রতিবাদে গর্জে উঠলেন। এমনকি মুখ খুললেন তৃণমূল সরকারের আমলে ঘুষ কেলেঙ্কারি নিয়ে। রাজ্য বিদ্যুৎ পর্ষদের কর্মীসভায় প্রকাশ্য মঞ্চ থেকে একের পর এক বিস্ফোরক অভিযোগ এনে সব্যসাচী দত্ত বলেন – আরও পড়ুন: ষষ্ঠ পে কমিশন নিয়ে সরকারি কর্মচারীদের বঞ্চনা রুখতে আসরে সরকারি কর্মচারী পরিষদ ১. ঘুষ দিয়ে পদ পেয়েছেন রাজ্য বিদ্যুৎ বণ্টন নিগমের বর্তমান চেয়ারম্যান ২. প্রতিনিয়ত কাঁড়ি কাঁড়ি টাকা ঘুষ নিয়ে চলেছেন ৩. ঘুষের টাকায় নিজেদের পকেট ভর্তি করছেন ৪. টাকার বিনিময়ে পদপ্রাপ্তির ধারা বজায় রয়েছে তৃণমূল জমানাতেও ৫. আর সেকারণেই বছরের পর বছর কর্মীদের মহার্ঘ ভাতা বকেয়া রয়েছে ৬. আমার সরকার মানে মমতা বন্দ্যোপাধ্যায় ৭. আমার সরকারের জন্য সব কিছু মাথা পেতে হজম করি ৮. কিন্তু সেই সরকার যদি কাকের মতো মাথায় প্রাতঃকৃত্য করে দিয়ে চলে যায়, তবে মাথাটা মুছে নিতে হবে ৯. মমতা বন্দ্যোপাধ্যায় আগে দলনেত্রী, তারপর রাজ্যের মুখ্যমন্ত্রী ১০. দাবি আদায় না হলে রাস্তায় নেমে আন্দোলন করব আপনার মতামত জানান -