এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > সৌমিত্র খাঁর পর এবার সব্যসাচী দত্ত, বিজেপিতে পদ পেতেই ‘অ্যাকশন’ শুরু প্রাক্তন তৃণমূলীদের

সৌমিত্র খাঁর পর এবার সব্যসাচী দত্ত, বিজেপিতে পদ পেতেই ‘অ্যাকশন’ শুরু প্রাক্তন তৃণমূলীদের


গত লোকসভা নির্বাচনের আগে বা পরে দেখা যায়, তৃণমূল শিবিরের একের পর এক হেভিওয়েট নেতা বিজেপিতে যোগদান করেন। যাঁদের মধ্যে অন্যতম ছিলেন সৌমিত্র খাঁ, অর্জুন সিং, সব্যসাচী দত্ত প্রমুখ। 2019 এর লোকসভা নির্বাচনের পরেই তৃণমূল শিবিরকে ধাক্কা দিয়ে রাজারহাট নিউটাউনের বিধায়ক তথা বিধাননগর পুরসভার মেয়র সব্যসাচী দত্ত সোজা দলবদল করে বিজেপি শিবিরে যোগ দেন।

সম্প্রতি বিজেপির রাজ্য কমিটির রদবদল হয়েছে – আর সেখানে গুরুত্বপূর্ণ পদে আনা হয়েছে একাধিক প্রাক্তন তৃণমূলীকে। আর নতুন দলে এসে নতুন দায়িত্ব পেতেই, এইসব গুরুত্বপূর্ণ নেতারা আরও তীব্রভাবে রাজনৈতিক কার্যকলাপ শুরু করে দিয়েছেন। যেমন, যুব মোর্চার দায়িত্ব পেয়েই বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁ ভাঙন ধরাতে শুরু করেছেন তৃণমূল সহ অন্যান্য বিরোধী দলে। এদিকে, এবারের বিজেপির রাজ্য কমিটিতে সম্পাদক পদ পেয়েছেন প্রাক্তন মেয়র সব্যসাচী দত্ত।

আর সম্পাদক পদ পাওয়ার পর তিনি রাজ্যে প্রথম পদক্ষেপ গ্রহণ করলেন এদিন। বর্তমানে করোনা সংক্রমণকে আটকাতে দেশজুড়ে লকডাউন চলছে। দীর্ঘদিন ধরে বন্ধ দেশের স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়গুলি।  শুধু তাই নয়, স্কুল-কলেজের সঙ্গে সঙ্গে বিভিন্ন চাকরি এবং ব্যবসাও বন্ধ হয়ে গেছে। কিন্তু দেখা যাচ্ছে, বেসরকারি স্কুলগুলি তাদের স্কুল ফি সহ অন্যান্য খরচ কমানোর বদলে বাড়ানোর পথে চলেছে। লকডাউন এর কারণে স্কুল ফি এর ওপর কোনো প্রভাব পড়েনি দেখা যাচ্ছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

অন্যদিকে এই ঘটনার পরিপ্রেক্ষিতে এবার রাজারহাট নিউটাউন বিধানসভার সমস্ত বেসরকারি স্কুলগুলিতে ফি কমানোর দাবিতে চিঠি দিলেন বর্তমান বিজেপি রাজ্য কমিটির সম্পাদক সব্যসাচী দত্ত। ফি বাড়ানোর সিদ্ধান্তের ফলে অভিভাবক মহল থেকে ইতিমধ্যেই তীব্র ক্ষোভ প্রকাশ করা হচ্ছে। বেসরকারি স্কুলগুলো ফি না কমানোয় শনিবার এক নামী বেসরকারি স্কুলে অভিভাবকরা একযোগে বিক্ষোভ দেখান বলে জানা গেছে। পাশাপাশি বালিগঞ্জের আরেক নামী বেসরকারি স্কুলের অভিভাবকরাও জানিয়ে দিয়েছেন স্কুল ফি না কমালে তাঁরা তীব্র আন্দোলন শুরু করবেন।

এই অবস্থায় সব্যসাচী দত্ত জানিয়েছেন, স্থানীয় বিধায়ক হিসেবে তিনি তাঁর এলাকার সমস্ত বেসরকারি স্কুলগুলিতে বেতন বৃদ্ধি না করার জন্য অনুরোধ করছেন চিঠি দিয়ে। অন্যদিকে বিশেষজ্ঞদের মতে, যেভাবে বেসরকারি স্কুলগুলি বেতন কমানোর ব্যাপারে কোনো ইঙ্গিত দিচ্ছে না, তাতে অদূর ভবিষ্যতে ছাত্র-ছাত্রীদের পড়াশুনা নিয়ে চরম বিপদে পড়তে হবে বলে মনে করা হচ্ছে।

একদিকে লকডাউনের ফলে সমস্ত কাজ বন্ধ, ছাঁটাইপক্রিয়াও চলছে পুরোদমে। এর ফলে যদি বেসরকারি স্কুলগুলি ফি বৃদ্ধি করে তাহলে অভিভাবকরাও পড়বেন চরম বিপদে। আপাতত এই পরিস্থিতিতে সব্যসাচী দত্ত যেভাবে এগিয়ে এসেছেন তা প্রশংসা কুড়িয়েছে রাজনৈতিক মহলে। অন্যদিকে রাজনৈতিক মহলের একাংশের মত, বিজেপি শিবির যেভাবে তৃণমূলের প্রাক্তনীদের কাজের সুযোগ দিতে শুরু করেছে, তাতে পরিষ্কার বোঝা যাচ্ছে আগামী দিনে রাজনৈতিক লড়াই চলবে সেয়ানে সেয়ানে।

বর্তমানে বিরোধী দল হিসেবে বিজেপি শিবির যেভাবে সাংগঠনিক কাজকর্ম গুছিয়ে নিচ্ছে, তাতে বিশেষজ্ঞদের দাবি আগামী দিনের লড়াইয়ের ব্লুপ্রিন্ট তৈরি করে নিয়েছে বিজেপি এবং সেই অনুযায়ী রাজ্যজুড়ে কাজ হতে শুরু করেছে। যার অন্যতম উদাহরণ সব্যসাচী দত্তের রাজ্যের বর্তমান সমস্যা নিয়ে প্রথম পদক্ষেপ। অনেকেই বলছেন, আগামী বিধানসভা নির্বাচনের ডিসাইডিং ফ্যাক্টর করোনা ও আমপান। আর তাই, নতুন দায়িত্ব পেয়েই, জনগনের পাশে সহমর্মী হয়ে কাজ শুরু করে দিলেন সাব্যসাচীবাবু বলেই অভিমত সংশ্লিষ্ট মহলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!