এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > সব্যসাচীকে দিয়েই তৃণমূলের সঙ্গে যুদ্ধ করছেন মুকুল! শোরগোল রাজ্য রাজনীতিতে

সব্যসাচীকে দিয়েই তৃণমূলের সঙ্গে যুদ্ধ করছেন মুকুল! শোরগোল রাজ্য রাজনীতিতে


শুরুটা হয়েছিল, বিধাননগর পৌরসভার মেয়র তথা তৃণমূল বিধায়ক সব্যসাচী দত্তের বাড়িতে গিয়ে মুকুল রায়ের আলুর দম খাওয়াকে কেন্দ্র করে। আর তারপর থেকেই জল্পনা ছড়ায়, তাহলে কি এবার সব্যসাচী দত্ত তৃণমূল ছেড়ে বিজেপিতে নাম লেখাতে চলেছেন! যদিও বা পরদিনই তিনি তৃণমূলেই আছেন, আর তৃণমূলেই থাকবেন বলে জানিয়ে দেন সেই সব্যসাচীবাবু।

তবে দলে থেকেও বারে বারেই বিভিন্ন সময় দলের অস্বস্তি বাড়িয়ে দিয়েছেন সেই বিধাননগর পৌরসভার মেয়র। কিছুদিন আগেই দলের সাথে তার দূরত্ব আরও বেড়েছে। মেয়র পদ থেকে তাকে সরানোর জন্য তৃণমূল কাউন্সিলররা অনাস্থা পর্যন্ত এনেছে। কিন্তু তাতেও বিজেপি নেতা মুকুল রায়ের সঙ্গে যোগাযোগ ছাড়েননি সব্যসাচী দত্ত।

উল্টে আরও বেশি করে দাদা মুকুলের সাথে ভাই সব্যসাচীর সাক্ষাৎ বেড়েছে। আর এত কিছুর পরেও, একের পর এক দল বিরোধী কাজ করছে সব্যসাচী দত্ত, এই অভিযোগ তৃণমূলের শীর্ষ নেতৃত্বের পক্ষ থেকে তোলা হলেও তাকে বহিষ্কার করার সাহস দেখাচ্ছে না ঘাসফুল শিবির, যা নিয়ে ইতিমধ্যেই উঠতে শুরু করেছে প্রশ্ন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

অনেকে বলছেন, আসলে এই সব্যসাচী দত্তকে দিয়েই এবার তৃণমূলের কালঘাম ছোটাতে চাইছেন মুকুল রায়। আর তাই তৃণমূল তাকে বহিষ্কার করা অপেক্ষা, তৃণমূল থেকেই সেই সব্যসাচী দত্ত যদি একের পর এক দলবিরোধী কাজ এবং মন্তব্য করে, তাহলে তা বিজেপির পক্ষে অত্যন্ত সুখকর হবে বলেই মনে করছে সমালোচক মহলের একাংশ।

বস্তুত, কিছুদিন আগেই সব্যসাচী দত্তকে তৃণমূল বহিষ্কার না করায় তা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিতে দেখা দিয়েছিল বিজেপি নেতা মুকুল রায়কে। যেখানে তিনি বলেছিলেন, “মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষমতা নেই, হিম্মত নেই, সব্যসাচীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার।” আর এরপরই জল্পনা ছড়ায় যে তাহলে কি সব্যসাচী দত্তর সঙ্গে মুকুল রায়ের সমস্ত কথা পাকা! সব্যসাচী দত্তের বিজেপিতে যোগ দেওয়া কি খালি সময়ের অপেক্ষা! দলে থেকে তৃণমূলকে শুধুই বিরম্বনায় ফেলেছেন তিনি!

সূত্রের খবর, এদিন এই প্রসঙ্গে মুকুল ঘনিষ্ঠ এক বিজেপি নেতা বলেন, “ভালোই তো নাটক চলছে, চলুক না। সব্যসাচী বাবু আমাদের হয়ে “ঘর শত্রু বিভীষণ” এর কাজ করছেন। এটা আসলেই বিজেপির বিশাল অ্যাডভান্টেজ।” আর সব্যসাচী দত্তর বিজেপি যোগ নিয়ে মুকুল রায়কে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, “সব্যসাচীর সঙ্গে আমার ওই ব্যাপারে কোনো কথা হয়নি।”

কিন্তু বঙ্গ বিজেপির চাণক্য মুকুল রায় মুখে কিছু না বললেও তলায় তলায় তিনি যে সেই সব্যসাচীকে দিয়েই তৃণমূলের বিড়ম্বনা বানাতে চলেছেন, সেই ব্যাপারে একপ্রকার নিশ্চিত বিশেষজ্ঞ মহল। সব মিলিয়ে তৃণমূলের সব্যসাচীকে তৃণমূলেরই ঘরশত্রু বিভীষণ করে তৃণমূলেরই অস্বস্তি বাড়িয়ে এ যেন বঙ্গ রাজনীতিকে মাত করে দিচ্ছেন বঙ্গ বিজেপির চাণক্য।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!