এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > সাধারণ মানুষের মন জয়ে ঘরে ঘরে পানীয় জল পৌঁছে দিলেন এলাকার তৃণমূল বিধায়ক, জুটল ভূয়সী প্রশংসা

সাধারণ মানুষের মন জয়ে ঘরে ঘরে পানীয় জল পৌঁছে দিলেন এলাকার তৃণমূল বিধায়ক, জুটল ভূয়সী প্রশংসা


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – একুশের বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল সরকারের অন্যতম প্রকল্প ছিল দুয়ারে সরকার, যা রীতিমতো সাড়া ফেলে দিয়েছিল। ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করে দিয়েছেন, দুয়ারে সরকার এবার থেকে প্রত্যেক বছরই নির্দিষ্ট সময়ে হবে। আর দুয়ারে সরকারের জনপ্রিয়তা দেখে মুখ্যমন্ত্রী ভোটের ময়দানে ঘোষণা করেছিলেন আগামীদিনে আসতে চলেছে দুয়ারে রেশন প্রকল্প। এইভাবে এবার ডোমজুড় এলাকায় তৃণমূলের আরো একটি প্রকল্প শুরু হলো, যার নাম দুয়ারে পানীয় জল প্রকল্প।

স্বাভাবিকভাবেই ডোমজুড় এলাকার মানুষ এই প্রকল্পের সাহায্য পেয়ে অত্যন্ত খুশি। বুধবার বিকেলে ডোমজুড় বিধানসভার অন্তর্গত জগদীশপুর মাঠে জলস্বপ্ন প্রকল্পের সূচনা করা হয়। বলা হচ্ছে, এই প্রকল্পের মাধ্যমে এলাকার প্রায় 38 হাজার পরিবার উপকৃত হবে। এই জল্পস্বপ্ন প্রকল্পের উদ্বোধন করেন ডোমজুড়ের তৃণমূল বিধায়ক কল্যাণ ঘোষ। তিনি এই প্রকল্পের উদ্বোধন করে জানান, সাধারণ মানুষের ঘরে ঘরে পানীয় জল পৌঁছে দেবার উদ্দেশ্যেই এই প্রকল্প।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

একই সাথে তিনি জানান, ডোমজুড় বিধানসভা কেন্দ্রের জগদীশপুর, বালি, নিশ্চিন্দাসহ প্রায় 8 টি ব্লকের অন্তত 38 হাজার পরিবারের কাছে পৌঁছে যাবে এবার পানীয় জল। পাশাপাশি বিনামূল্যে পানীয় জলের সুবিধা পাওয়ায় খুশি এলাকাবাসীও। প্রসঙ্গত জানা যাচ্ছে, এই জলস্বপ্ন প্রকল্পের সূচনা করেছিলেন তৎকালীন প্রাক্তন তৃণমূল বিধায়ক রাজীব বন্দ্যোপাধ্যায়। যদিও এলাকায় কান পাতলে শোনা যাচ্ছে, অর্থের বিনিময়ে তিনি এলাকাবাসীর কাছে জল পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেছিলেন।

আবার অনেকের অভিযোগ, টাকা দিয়েও জল পাওয়া যায়নি। ভোটের প্রচারে এসে বর্তমান বিধায়ক কল্যাণ ঘোষ জানিয়েছিলেন, তিনি বিনামূল্যে ঘরে ঘরে পানীয় জল পৌঁছে দেবেন। পাশাপাশি যারা এই প্রকল্পের জন্য টাকা দিয়েছিলেন, তাঁদের টাকাও ফেরত দেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে। তবে সেক্ষেত্রে আবেদন এবং টাকা দেওয়ার উপযুক্ত প্রমাণ থাকা আবশ্যিক বলে জানা গিয়েছে। স্বাভাবিকভাবেই দীর্ঘ প্রতীক্ষার পর নিজেদের বাড়িতে পানীয় জল পৌঁছানোয় ডোমজুড় বিধানসভার মানুষ বর্তমান তৃণমূল বিধায়কের ওপর যে যথেষ্ট খুশি সে ব্যাপারে কোন সন্দেহ নেই।

আপনার মতামত জানান -

ট্যাগড
Top
error: Content is protected !!