এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > সাধারণ মানুষের জন্য ফের নয়া ঘোষণা মমতার, জেনে নিন

সাধারণ মানুষের জন্য ফের নয়া ঘোষণা মমতার, জেনে নিন


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – বিধানসভা নির্বাচনের সময় যত এগিয়ে আসছে, ততই যেন কল্পতরু হয়ে উঠছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উন্নয়নের মধ্যে দিয়ে রাজ্যবাসীকে আশ্বস্ত করতে দেখা যাচ্ছে তাকে। ইতিমধ্যেই স্কুলের পোশাক বিলি সহ সাইকেল এবং করোনার সময়কালে যাতে ছাত্র-ছাত্রীদের পড়াশুনার কোনো ব্যাঘাত না ঘটে, তার জন্য চশমা দেওয়ার কথা ঘোষণা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর এবার শিক্ষার্থী সহ সকলের জন্য নতুন প্রকল্পের কথা ঘোষণা করলেন বাংলার প্রশাসনিক প্রধান।

জানা গেছে, রাজ্য সরকারের নতুন প্রকল্পের নাম “চোখের আলো”। যেখানে সমাজের সকল স্তরের মানুষের চোখের চিকিৎসা করাবে রাজ্য সরকার। আর যদি কারও প্রয়োজন মত চশমা লাগে, তাহলে তাদের চশমাও বিনামূল্যে দেওয়া হবে সরকারের পক্ষ থেকে। একাংশ বলছেন, সকলের সুস্বাস্থ্য সরকারের এখন প্রধান লক্ষ্য তাই বিধানসভা নির্বাচনের আগে কারও যাতে চোখের সমস্যা না থাকে, তার জন্য “চোখের আলো” নামক এই প্রকল্প নিয়ে মানুষের মনে জায়গা করে নিতে চাইলেন মমতা বন্দ্যোপাধ্যায় বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

সূত্রের খবর, সোমবার নবান্নে সাংবাদিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী। আর সেখানেই তিনি বলেন, “সমাজের সকল মানুষের চোখের চিকিৎসা করাবে রাজ্য সরকার। 2025 সাল পর্যন্ত সরকারি উদ্যোগে চলবে। আমাদের লক্ষ্য 2025 সালের মধ্যে প্রত্যেকের চোখের সুস্থতা। সকলের জন্য চক্ষু চিকিৎসা। এই পদ্ধতি সময়সাপেক্ষ। মঙ্গলবার থেকে 1200 টি গ্রাম পঞ্চায়েত এবং শহরের 120 টি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে এই প্রকল্প চালু হবে। পরে সব গ্রাম পঞ্চায়েত এবং শহরকে এর আওতায় আনা হবে।”

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

জানা গেছে, “চোখের আলো” নামক এই নতুন কর্মসূচিতে রাজ্যের অন্তত 20 লক্ষ মানুষ নিজেদের চোখের পরীক্ষা করাবেন। যার ফলে প্রায় 8 লক্ষ 25 হাজার মানুষকে চশমা দিতে হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তবে সেই চশমাও বিনামূল্যে দেবে রাজ্য সরকার। বিশ্লেষকরা বলছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন এখন চেষ্টা করছে, মানুষের ঘরে ঘরে ঢুকে সমস্যার সমাধান করার। “দুয়ারে সরকারের” পর এবার চলে এসেছে “পাড়ায় সমাধান” কর্মসূচি।

যেখানে মানুষের সঙ্গে একেবারে সংযোগ স্থাপন করে তাদের সমস্যা নিরসনের চেষ্টা করছে প্রশাসন। আর এই পরিস্থিতিতে মানুষের সুস্বাস্থ্য যে সবার আগে, তার‌ বার্তা দিতেই “চোখের আলো” নামক এই নতুন প্রকল্প নিয়ে এসে মানুষের কাছাকাছি পৌঁছে যাওয়ার চেষ্টা করলেন মমতা বন্দ্যোপাধ্যায় বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। র্যবেক্ষকরা বলছেন, বর্তমানে তৃণমূল কংগ্রেস প্রশাসনের উপর ক্রমাগত চাপ বাড়াতে শুরু করেছে ভারতীয় জনতা পার্টি। প্রতিনিয়ত তৃণমূল কংগ্রেসকে কটাক্ষ করছেন তারা। অনুন্নয়ন থেকে শুরু করে নানা অভিযোগ এনে ঘাসফুল শিবিরের অস্বস্তি বাড়িয়ে দিতে দেখা যাচ্ছে পদ্ম শিবিরকে।

আর এই পরিস্থিতিতে উন্নয়ন এবং মানুষের পাশে থাকার বার্তা দিতেই মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করে চলেছেন একের পর এক প্রকল্প। এদিন সকলের চোখের সুস্থতা কামনা করে বিনামূল্যে চক্ষু চিকিৎসা এবং চশমা দেওয়ার কথা ঘোষণা করে “চোখের আলো” নামক নতুন প্রকল্প নিয়ে আসলেন বাংলার প্রশাসনিক প্রধান। যা আগামী নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেসের সরকারকে অনেকটাই মাইলেজ পাইয়ে দেবে বলেই মত বিশ্লেষকদের। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!