সাধারণের করোনা ভ্যাকসিন পাওয়া নিয়ে সংশয় প্রকাশ দিলীপের! বাড়ছে জল্পনা বিজেপি রাজনীতি রাজ্য January 17, 2021 প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – শনিবার থেকেই দেশজুড়ে শুরু হয়েছে করোনা ভাইরাসের টিকাকরন প্রক্রিয়া। গত বছরের মার্চ মাস থেকে গোটা দেশবাসীকে লড়াই করতে হচ্ছিল এই করোনা ভাইরাসের সঙ্গে। বহু প্রাণ কেড়ে নিয়েছে এই ভয়াবহ মারণ ভাইরাস। তবে শনিবার থেকে সেই ভাইরাসের টিকা প্রদানের কর্মসূচি শুরু হওয়ার সাথে সাথেই হাফ ছেড়ে বেঁচেছেন সকলে। তবে রাজ্যে টিকা করনের কর্মসূচির শুরুতেই তৈরি হয়েছে বিতর্ক। যেখানে একাধিক তৃণমূলের জনপ্রতিনিধিদের টিকা নেওয়ার ঘটনা সামনে এসেছে। আর এবার এই ঘটনাকে হাতিয়ার করেই সাধারণ মানুষের টিকা পাওয়া নিয়ে সংশয় প্রকাশ করলেন বিজেপি রাজ্য সভাপতি তথা সাংসদ দিলীপ ঘোষ। সূত্রের খবর, রবিবার সকালে একটি চা চক্রে অংশগ্রহণ বিজেপির রাজ্য সভাপতি তথা মেদিনীপুরের বিজেপি সাংসদ। আর সেখানেই তৃণমূলের নেতা মন্ত্রীদের এই টিকাকরণ নিয়ে কটাক্ষ করেন তিনি। দিলীপ ঘোষ বলেন, “লাইনে দাঁড়িয়ে পঞ্চায়েত প্রধান, এমএলএরা ভ্যাকসিন নিলে স্বাস্থ্যকর্মীরা কিভাবে পাবেন!” স্বাভাবিক ভাবেই দিলীপ ঘোষের এই দাবিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে। প্রসঙ্গত উল্লেখ্য, টিকাকরণ কর্মসূচির আগেই কোনো জনপ্রতিনিধি যেন আগে টিকা না নেন, তার জন্য আবেদন করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কিন্তু পশ্চিমবঙ্গের টিকাকরণের প্রথম দিনেই তৃণমূল বিধায়ক থেকে পঞ্চায়েত সদস্য তা নিয়ে নিয়েছেন বলে অভিযোগ উঠতে শুরু করেছে। আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে। আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে। আপনার মতামত জানান - আর এই পরিস্থিতিতে সেই ঘটনাকে হাতিয়ার করে একদিকে যেমন তৃণমূলকে কটাক্ষ করলেন বিজেপি রাজ্য সভাপতি, ঠিক তেমনই এইভাবে চলতে থাকলে সাধারণ মানুষ কিভাবে সেই টিকা পাবেন, তা নিয়ে সংশয় প্রকাশ করতে দেখা গেল তাকে।বিশেষজ্ঞরা বলছেন, এমনিতেই বিভিন্ন দিক দিয়ে তৃণমূলকে কটাক্ষ করতে শুরু করেছে গেরুয়া শিবির। আর এবার করোনা ভাইরাসের ভ্যাকসিন নিয়েও শাসক দলকে কার্যত চাপে ফেলে দিলেন বিজেপির রাজ্য সভাপতি। যেখানে প্রথমদিনেই স্বাস্থ্যকর্মীদের বাদ দিয়ে কেন জনপ্রতিনিধিরা টিকা নিচ্ছেন, তা নিয়ে প্রশ্ন তুলে দিলেন তিনি। যার ফলে তৃণমূল কংগ্রেস দিলীপ ঘোষের এই মন্তব্যে অনেকটাই চাপে পড়ে গেল বলে মত বিশেষজ্ঞদের। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের। আপনার মতামত জানান -