এখন পড়ছেন
হোম > রাজনীতি > বিজেপি > হেভিওয়েটদের দল ছাড়ার কারণ নিয়ে দলকেই পর্যালোচনার আর্জি বিজেপির হেভিওয়েট নেতার, অস্বস্তি বাড়ছে

হেভিওয়েটদের দল ছাড়ার কারণ নিয়ে দলকেই পর্যালোচনার আর্জি বিজেপির হেভিওয়েট নেতার, অস্বস্তি বাড়ছে


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – বিজেপির একাধিক নবাগত নেতা-নেত্রী দলের প্রতি বেসুরো হয়ে তৃণমূলের দিকে পা বাড়িয়ে রয়েছেন। কিন্তু গতকাল আলিপুরদুয়ার জেলা বিজেপি সভাপতি গঙ্গাপ্রসাদ শর্মা তাঁর একাধিক অনুগামী সহ যোগদান করলেন তৃণমূলে। গঙ্গাপ্রসাদ শর্মা ছিলেন বিজেপির অনেক দিনের পুরনো নেতা। একসময় আরএসএস ঘনিষ্ঠ ছিলেন তিনি। আলিপুরদুয়ার জেলা বিজেপির সভাপতির দায়িত্ব পালন করেছেন তিনি দুবার। তাঁর সময়ে আলিপুরদুয়ার জেলা বিজেপি সাফল্য পেয়েছে। লোকসভা নির্বাচনে বিজেপি এই জেলায় যেমন সাফল্য পেয়েছে, তেমনি বিধানসভা নির্বাচনে জেলার সমস্ত আসনে বিজেপির জয়লাভ করেছে। এমন একজন দক্ষ নেতার হঠাৎ দলবদল নিয়ে বক্তব্য রাখলেন রাজ্য বিজেপির সহ-সভাপতি রাজকমল পাঠক।

রাজ্য বিজেপির অনেক দিনের পুরনো নেতা হলেন রাজকমল পাঠক, রাজ্য বিজেপির সহ-সভাপতি তিনি। তিনি জানালেন, গঙ্গাপ্রসাদ শর্মার মত একজন আদি নেতাকে বিজেপি হারিয়েছে। এর জন্য তিনি অত্যন্ত ব্যথিত ও দুঃখিত। দল ছাড়ার জন্য হয়তো অনেক কারণ থাকতে পারে, কিন্তু তার জন্য গঙ্গাপ্রসাদ শর্মার এভাবে চলে যাওয়া ঠিক হয়নি। দলের নেতৃত্বকে বিষয়টি ভেবে দেখার প্রয়োজন। কেন চলে গেলেন গঙ্গাপ্রসাদ? নেতৃত্তের কাছে তিনি অনুরোধ করবেন, যাতে বিষয়টি নিয়ে গভীরভাবে পর্যালোচনা করা হয়। না হলে বিজেপির আরো অনেক পুরনো নেতাকর্মী দল ছেড়ে এভাবে চলে যেতে পারেন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

বিজেপি নেতা রাজকমল পাঠক জানালেন, আলিপুরদুয়ারে লোকসভা নির্বাচনে বিজেপি জয়লাভ করেছিল। বিধানসভা নির্বাচনে জেলার পাঁচটি আসনেই বিজেপি জয়লাভ করেছে। গত বিধানসভা নির্বাচনে মাদারিহাট বিধানসভা আসনে জয়লাভ করেছিলেন মনোজ টিগ্গা। এমন একজন সফল জেলা জেলা সভাপতি গঙ্গাপ্রসাদ শর্মার চলে যাওয়া দলের একটা ক্ষতি। তিনি জানালেন, বিজেপি একটি বড় দল। তাই দু একজন নেতা চলে গেলে কিছু ক্ষতি হবে না। কিন্তু বাড়ির একটা ইট খসে যাওয়াও কষ্টকর। তাই গঙ্গাপ্রসাদ শর্মার চলে যাওয়ার কারণ অনুসন্ধান করা হোক।

বিজেপি নেতা রাজকমল পাঠক আরও জানালেন যে, দলের কাছে তিনি এটাও বলবেন যে, নিজের স্বার্থের জন্য যারা বিজেপিতে এসেছিলেন, তাঁরা ফিরে যাবেন এটা স্বাভাবিক। কিন্তু গঙ্গাপ্রসাদ শর্মার মত পুরনো কর্মীর তৃণমূলে চলে যাওয়াটা এর সঙ্গে মিলিয়ে নেওয়া ঠিক হবে না। দুবারের বিজেপি বিধায়ক মনোজ টিগ্গাকে বঞ্চিত করে শুভেন্দু অধিকারীকে বিরোধী দলনেতা করে দলের নেতৃত্ব সঠিক কাজ করেনি।

এভাবেই, বিজেপির আদি নেতা গঙ্গাপ্রসাদ শর্মার দলবদল নিয়ে একাধিক বক্তব্য রাখলেন রাজ্য বিজেপির সহ সভাপতি রাজকমল পাঠক। অন্য দল থেকে আসা বহু নেতা-নেত্রী তৃণমূলের দিকে পা বাড়াতে শুরু করেছেন বিধানসভা নির্বাচনে বিজেপির পরাজয়ের পর। কিন্তু এই প্রথম বিজেপির কোন আদিনেতা বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করলেন। যা বিজেপির কাছে একটা বড় ধাক্কা বলেই মনে করছেন একাধিক রাজনৈতিক বিশ্লেষক।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!