এখন পড়ছেন
হোম > রাজ্য > অবশেষে সাগর ঘোষ হত্যা মামলায় রায়দান হল পাঁচ বছর বাদে

অবশেষে সাগর ঘোষ হত্যা মামলায় রায়দান হল পাঁচ বছর বাদে


গত পঞ্চায়েত নির্বাচনের দায়ের হওয়া খুনের মামলার বিচার করে সাজা ঘোষণা করতে এসে গেলো আরেক পঞ্চায়েত নির্বাচন। এদিন সাগর ঘোষ হত্যা মামলার রায় ঘোষণার দিন ছিলো। সিউড়ি জেলা আদালত সেই রায়ে সাগর ঘোষ হত্যা মামলার দুজন মূল অভিযুক্তকে মোট তিনটি ধারায় দোষী ঘোষণা করলো। উল্লেখ্য গত পঞ্চায়েত নির্বাচনে সাগর ঘোষকে গুলি করে হত্যা করার অভিযোগ উঠেছিল। ঐ ঘটনায় অভিযুক্ত ছিলো মোট ৮ জন। আদালত তাদের মধ্যে ৬ জনকে বেকসুর খালাস করলেও বাকি ২ জনকে জেল হেফাজতের নির্দেশ দিয়েছিলো। সেই দুজন মূল অভিযুক্তের নাম সুব্রত রায় ওরফে শুভ ও ভগীরথ ঘোষ ওরফে ভগী।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

এদিনের বিচারে জেলা জজ পার্থ সারথী সেন জেল হেফাজতে থাকা দুই অভিযুক্ত সুব্রত রায় ও ভগীরথ ঘোষকে ভারতীয় দণ্ডবিধির তিনটি ধারায় দোষী সাব্যস্ত করলেন। নিহত সাগর ঘোষকে প্রাথমিকভাবে গুলি করে হত্যা করা হয়েছে এমন অভিযোগ উঠলেও পরবর্তীতে অর্থাৎ মামলা চলাকালীন আদালত তাঁকে গুলি করে মারার কোনো উপযুক্ত প্রমাণ পায়নি। এমনকি ময়নাতদন্তের রিপোর্টেও মৃতের শরীর থেকে কোনো গুলির কোনো চিহ্ন পাওয়া যায়নি। সবদিক পর্যালোচনা করে তাই গত মাসেই জেলা আদালত সিদ্ধান্ত নেয় যে আগামি ২৬ এপ্রিল এই মামলার চূড়ান্ত রায় ঘোষণা হবে। সেইমতো এদিন ৮ জন অভিযুক্তকে আদালতে তোলা হলে উপযুক্ত তথ্যপ্রমাণের অভাবে আদালত জামিনে থাকা ৬ জনকে বেকসুর খালাসের নির্দেশ দেয় । এবং  জেল হেফাজতে থাকা সুব্রত রায় ও ভগীরথ ঘোষকে ৩০২ ধারা (সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন), ২৭ অস্ত্র আইন (সর্বোচ্চ সাজা সাত বছর) এবং ৪৪৮ ধারায় (সর্বোচ্চ সাজা এক বছর) দোষী সাব্যস্ত করে। জানা যাচ্ছে ২৭ শে এপ্রিল দোষীদের পুনরায় আদালতে হাজির করা হবে। তখন তাঁদের কাছ থেকে বয়ান নিয়ে আদালত মামলার চুড়ান্ত রায় ঘোষণা করবেন।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!