এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > রাজ্যের পরিস্থিতি ক্রমশ খারাপ হচ্ছে, সাগরদত্ত মেডিকেল কলেজে গণইস্তফা ডাক্তারদের

রাজ্যের পরিস্থিতি ক্রমশ খারাপ হচ্ছে, সাগরদত্ত মেডিকেল কলেজে গণইস্তফা ডাক্তারদের


আজ এসএসকেএম হাসপাতালে এসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আন্দোলনরত ডক্টরদের কড়া ভাষায় হুঁশিয়ারি দেন। তিনি এদিন বলেন যে, এরা জুনিয়র ডাক্তার নয়, এর আউটসাইডার। এদের আমি ধিক্কার জানাই। আউটসাইডার থেকে এসে এখানে হামলা করছে , হসপিটালে গন্ডগোল করছে। আমি পুলিশকে বলব যারা এখানে এসে গন্ডগোল করছে, ডিস্টার্ব করছে , তাদের বিরুদ্ধে স্ট্রং অ্যাকশন নেবেন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

হসপিটাল ,হোস্টেল টোটাল খালি করে দেবেন, ডাক্তার আর পেশেন্ট ছাড়া আর কেউ থাকবে না। আজ বিকেলের মধ্যে কাজে ফিরতে হবে। যারা কাজ করবে না তারা হোস্টেলে থাকবে না। আর ইন্ট্রান্সরা যারা আছে তাদেরকে আমরা রিভিউ করে দেখবো। যারা কাজে যোগদান করবে তারা থাকবে যারা কাজে যোগদান করবে না রোগী পরিষেবা ব্যাহত হবে তাদের আমরা কোন রকম ভাবে গভর্মেন্ট সাহায্য করব না। আপনাদের যত নেতা আছে ধরে নিয়ে আসুন। হবেনা। পাবলিককে পরিষেবা দিতে হবে। রোগীকে পরিষেবা না দিলে ডাক্তার হওয়া যায় না। পুলিশ কখনো বলতে পারে না যে আমরা ডিউটি করব না অনেক পুলিশ মারা যায় তাদের ডিউটি করতে হয়। পুলিশ মারা যায় ডিউটি রত অবস্থায় কিন্তু তারা বলতে পারেন না আমরা স্ট্রাইক করব।আর এর পরেই ডক্টরদের গণ ইস্তফা দেওয়া শুরু হয়। আজ সাগরদত্ত মেডিকেল কলেজে এখনো পর্যন্ত ১৮ জন ডাক্তার গণইস্তফা দিয়েছেন।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!