এখন পড়ছেন
হোম > অন্যান্য > আবহাওয়া > সাগরের বুকেই আটকে গেলো ‘অশনি’ ! শক্তিক্ষয়ে পরিণত গভীর নিম্নচাপে, জানুন আবহাওয়ার পূর্বাভাস !

সাগরের বুকেই আটকে গেলো ‘অশনি’ ! শক্তিক্ষয়ে পরিণত গভীর নিম্নচাপে, জানুন আবহাওয়ার পূর্বাভাস !


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-   হাওয়া অফিস থেকে ‘অশনি’ পূর্বাভাস পাওয়ার সাথে সাথে বিপর্যয় মোকাবিলা টিমের প্রস্তুতি শুরু হয়েগিয়েছিল চরম পর্যায়ে । যেহেতু পূর্বের আম্ফান , ইয়াস এর ক্ষয়ক্ষতি এখন দাগ কাটছে প্রত্যেকের মনে । তাই পূর্বের অভিজ্ঞতায় নিয়ে পুরানো ঘটনার পুনরাবৃত্তি যাতে না হয় তার জন্য আগে থেকে জরুরী পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানান বিপর্যয় মোকাবিলায় কর্মরত আধাকারীকরা  ।

তবে স্বস্তির খবর যে এ যাত্রায় প্রকৃতির রুদ্রমুর্তির হাত থেকে  রক্ষা পেলো সাধারণ মানুষ । হাওয়া অফিস সূত্রের খবর সোমবার  দুপুর থেকেই শুরু হয়ে গিয়েছিল  ‘অশনি’র শক্তিক্ষয়ের পালা । জানা যাচ্ছে  আজ  মঙ্গল সকালে বঙ্গোপসাগরে দাঁড়িয়ে থাকা ‘অশনি’ এখন গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। মঙ্গল রাতেই তা আরও শক্তিক্ষয় করে পরিণত হবে সাধারন নিম্নচাপে । 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!