এখন পড়ছেন
হোম > রাজ্য > সাগরমেলা নিয়ে সতর্কবার্তা মমতার, একি বললেন মুখ্যমন্ত্রী! জেনে নিন!

সাগরমেলা নিয়ে সতর্কবার্তা মমতার, একি বললেন মুখ্যমন্ত্রী! জেনে নিন!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- গঙ্গাসাগর মেলা নিয়ে সরগরম হয়ে উঠেছে রাজ্য রাজনীতি। বিরোধীদের দাবি, এই মুহূর্তে গঙ্গাসাগর মেলা করার কোনো অর্থ হয় না। যদিও বা আদালতের পক্ষ থেকে সেই মেলা করার ব্যাপারে সবুজসংকেত দেওয়া হয়েছে। আর এই পরিস্থিতিতে সরকারকে যখন কটাক্ষ করছে বিরোধীরা, ঠিক তখনই আদালতের নির্দেশ মেনে কোভিড বিধি যাতে সকলে মেনে চলেন, সেই ব্যাপারে বড় বার্তা দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

সূত্রের খবর, আজ বাবুঘাটে যান রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেখানেই সকলকে নিয়ম মেনে চলার পরামর্শ দেন তিনি। এদিন এই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, “বেশি লোক পাঠাবেন না। কোর্টের কড়াকড়ি আছে। আদালতের নির্দেশ মত চলতে হবে। যারা গঙ্গাসাগরে যাচ্ছেন, তাদের আরটিপিসিআর টেস্ট বাধ্যতামূলক। না হলে যাওয়া যাবে না। কোভিডবিধি মেনে চলুন। স্যানিটাইজার ব্যবহার করুন।”

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

বিশেষজ্ঞরা বলছেন, গঙ্গাসাগর মেলা নিয়ে যাতে পরবর্তীতে সরকারকে প্রশ্নের মুখে পড়তে না হয়, তার জন্যই মুখ্যমন্ত্রীর এই সতর্কবার্তা। যদিও বা কতটা স্বাস্থ্যবিধি পালন করা হবে, তা নিয়ে যথেষ্ট সংশয় রয়েছে। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!