এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > খোদ কলকাতার বুকে অভিজাত অঞ্চলে রমরমিয়ে চলছে মধুচক্র! পুলিশের হানায় ধরা পড়লেন নামি অভিনেতা!

খোদ কলকাতার বুকে অভিজাত অঞ্চলে রমরমিয়ে চলছে মধুচক্র! পুলিশের হানায় ধরা পড়লেন নামি অভিনেতা!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – রাতের অন্ধকার যে অসামাজিক কাজকর্মের অন্যতম হাতিয়ার, সেকথা স্বীকার করতে শোনা গেছে পুলিশ প্রশাসনকে। রাতের অন্ধকারে লুকিয়ে শহরের বুকে একাধিক অসামাজিক কার্যকলাপে প্রতিদিন লিপ্ত হন অসংখ্য মানুষ। আর সেগুলোই অনেক মানুষের রুজি-রোজগার বটে। তবে আইন অমান্য করে এহেন কাজ করলে যে তার শাস্তি অবধারিত সেই কথাই প্রমাণ করে দিয়েছে সাম্প্রতিক একটি ঘটনা।

সম্প্রতি পুলিশের কাছে খবর এসেছিল যে প্রশাসনের চোখের আড়ালে শহরে চলছে মধুচক্রের কারবার। প্রতিদিন রাতে শহরের বিভিন্ন স্থানে বসছে তার আসর। নেপথ্যে শহরের অভিজাত এলাকার বিভিন্ন স্পা পার্লার। এদের নামের আড়ালেই এমন ঘৃণ্য কাজ করে চলেছে একদল মানুষ। গোপন সূত্রে এই খবর পাওয়ার পরেই পুলিশ সিদ্ধান্ত নেয় অভিযান চালানোর। আর সেই অভিযান চালিয়ে এই শহরের বুকে দুটি স্পা পার্লার থেকে হাতেনাতে ধরা হয় বাংলা সিরিয়ালের একজন অভিনেতা সহ ১৬ জনকে।

কলকাতার টালিগঞ্জ এবং তালতলা থানা এলাকার অভিজাত অঞ্চলের ঘটনা। জানা গেছে এই খবর ছড়িয়ে পড়তেই চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। পুলিশের কাছ থেকে জানা যায়, গোপন সূত্রে খবর পেয়ে কলকাতা পুলিশের একটি এসটিএফ টিম এবং গোয়েন্দা পুলিশ এই কর্মকাণ্ড শেষ করার বিরুদ্ধে মনোনিবেশ করেন। সেইজন্যই শনিবার রাতে তাদেরকে যৌথ অভিযান চালাতে দেখা গেছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

যদিও শহরের পার্লারে লালবাজার গোয়েন্দা পুলিশের অভিযান নতুন নয় বলেই জানা যায়। কারণ এর আগেও লালবাজারের গোয়েন্দারা রাতভর অভিযান চালিয়ে ৩০ জনকে গ্রেফতার করেছিলেন বলে জানা গেছে। তবে এবার শনিবার রাতে বাংলা সিরিয়ালের অভিনেতা-সহ ১৬ জনকে হাতেনাতে পুলিশ গ্রেফতার করেছে।

বস্তুত, শনিবার রাতে রাসবিহারী অ্যাভিনিউয়ের একটি স্পায়ে অভিযান চালায় কলকাতা পুলিশের এসটিএফ ও গোয়েন্দা পুলিশ। সেখন থেকেই গ্রেফতার করা হয় বাংলা সিরিয়ালের অভিনেতা সহ ১১ জনকে। এর পাশাপাশি, তালতলা থানা এলাকায় রফি আহমেদ কিদোয়াই রোডের একটি স্পাতেও অভিযান চালানো হয়। এখান থেকে গ্রেফতার করা হয় ৫ জনকে।

অন্যদিকে কালীঘাটের সদানন্দ রোড,নিউ আলিপুরের সাহাপুর কলোনি ও শেক্সপিয়র সরণী থানা এলাকার কয়েকটি পাবেও অভিযান চালায় পুলিশ। আর সেখান থেকে স্পার পার্লারের মালিক, ম্যানেজার সহ ৩০ জনকে পুলিশ গ্রেফতার করেছে বলে জানা গেছে। এদের প্রত্যেকের বিরুদ্ধেই স্পা পার্লারের আড়ালে মধুচক্র চালান এবং অসামাজিক কার্যকলাপ করার অভিযোগ রয়েছে বলে জানা গেছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!