এখন পড়ছেন
হোম > রাজ্য > লক্ষ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগে স্বহায়ক গোষ্টীর সম্পাদকের বাড়ি ভাংচুর করলেন মহিলারা

লক্ষ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগে স্বহায়ক গোষ্টীর সম্পাদকের বাড়ি ভাংচুর করলেন মহিলারা

সম্পাদকের বিরুদ্ধেই লক্ষ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ। আর তা ঘিরে স্বসহায়ক গোষ্টীর মহিলাদের বিক্ষোভে চরম উত্তপ্ত হয়ে উঠল পাঁশকুড়া থানার বাঁকাডাঙা গ্রাম। সূত্রের খবর, স্বসহায়ক গোষ্টীর সম্পাদক তুষার নায়েক দলের সদস্যদের টাকা নয়ছয় করেছেন, এই অভিযোগ পেয়ে বৃন্দাবনচক গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত কিছু গ্রামের প্রায় 200 জন মহিলা এদিন বাঁকাডাঙায় তুষার নায়েকের বাড়িতে বিক্ষোভ দেখিয়ে দরজায় তালা ঝুলিয়ে দেয়।

অভিযোগ, এরপর তুষার নায়েকের স্বামী ও ছেলে মারধর করে সেই মহিলা বিক্ষোভকারীদের। আর এতেই ক্ষোভে ফেটে পড়েন সেই মহিলারা। ফলশ্রুতি হিসেবে কুড়ুল, বাঁশ ও কোদাল দিয়ে সেই তুষার নায়েকের বাড়ি ও একটি মোটরবাইকও ভেঙে তা পুকুরে ফেলে দেন মহিলারা। জানা গেছে, 2009 সাল থেকে তুষার নায়েক এই দলের সম্পাদকের দায়িত্ব সামলে আসছিলেন। আর তাঁর দ্বায়িত্বে থাকা বৃন্দাবনচক পঞ্চায়েতের 140 টি সহায়ক দলের মহিলারা কাজ করলেও সেখানে সরকারের তরফে টাকা বরাদ্দ হলেও তাতে কারচূপি করেন এই তুষার নায়েক।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

——————————————————————————————-

এবার থেকে প্রিয় বন্ধুর খবর পড়া আরো সহজ, আমাদের সব খবর সারাদিন হাতের মুঠোয় পেতে যোগ দিন আমাদের হোয়াটস্যাপ গ্রূপে – ক্লিক করুন এই লিঙ্কে।

এদিন আন্দোলনকারীদের পক্ষে স্থানীয় পঞ্চায়েতের সদস্য সোনালী কান্ডার বলেন, “দলের জন্য টাকা আসলেও 20 লক্ষর মত টাকা অসৎ উপায়ে আত্মসাৎ করেছেন এই তুষার নায়েক।” এদিকে এদিন বিক্ষোভ চলাকালীন পরিস্থিতি শান্ত করতে পুলিশ আসলেও তাঁদের ঘিরেও বিক্ষোভ দেখাতে শুরু করেন এই স্বসহায়ক গোষ্টীর মহিলারা। পরে অবশ্য বিক্ষোভকারী ও গ্রামবাসীদের দাবি মেনে তুষার নায়েক ও তাঁর ছেলেকে আটক করে পুলিশ। তবে তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগের ব্যাপারে এদিন অভিযুক্ত তুষার নায়েককিছু না বললেও পুলিশ ইতিমধ্যেই ঘটনার পূর্নাঙ্গ তদন্ত শুরু করেছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!