এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > শাহের বঙ্গসফরের আগেই প্রতিকূলতা কাটিয়ে ‘বিশিষ্ট মুখের’ খোঁজে আসরে নামলেন কৈলাশ-মুকুল জুটি?

শাহের বঙ্গসফরের আগেই প্রতিকূলতা কাটিয়ে ‘বিশিষ্ট মুখের’ খোঁজে আসরে নামলেন কৈলাশ-মুকুল জুটি?


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – আগামী ২০২১ এর বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করেছে রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি। নিজেদের সাংগঠনিক শক্তি বৃদ্ধি করে রাজ্যের শাসক দল তৃণমূলের জোরতার প্রতিপক্ষ হয়ে দাঁড়িয়েছে তারা। তবে, একদিক থেকে রাজ্যের শাসক দলের কাছে অনেকটাই পিছিয়ে পড়েছে বিজেপি। যা হলো, বিজেপিতে বিশিষ্ট মুখের অভাব রয়েছে। আগামী বিধানসভা নির্বাচনে বিজেপির মুখ্যমন্ত্রী পদপ্রার্থী বা বাংলার মুখ এখনো খুঁজে পায় নি বিজেপি। এদিকে, সম্প্রতি বঙ্গ সফর আসতে চলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শোনা যাচ্ছে, তিনিই বিজেপিকে বাংলার মুখ খুঁজে দিতে চলেছেন। এরমধ্যেই পণ্ডিত অজয় চক্রবর্তীর সঙ্গে দেখা করলেন বিজেপির বিভিন্ন নেতারা।

সামনে রয়েছে স্বরাষ্ট্রমন্ত্রীর বঙ্গ শপথ সফর। সূত্রে জানা গেছে, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বাংলার বিশিষ্ট মানুষদের সঙ্গে বৈঠকে মিলিত হতে চেয়েছেন। এরপর থেকেই বিজেপি সন্ধান করছে উপযুক্ত মুখের। সে উদ্দেশ্যেই পশ্চিমবঙ্গ বিজেপির পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয়ের নেতৃত্বে গতকাল বিজেপি নেতা মুকুল রায়, অর্জুন সিং পণ্ডিত অজয় চক্রবর্তীর বাড়িতে গিয়েছিলেন। বিশিষ্ট সংগীত সাধক অজয় চক্রবর্তীর সঙ্গে কথা হয়েছিল তাঁদের। আবার বিজেপির পশ্চিমবঙ্গের বুদ্ধিজীবী, শিল্পী, সাহিত্যিক, চিকিৎসক সহ বিশিষ্ট ব্যক্তিত্বদের সঙ্গে কথা বলে, তাঁদের স্বরাষ্ট্রমন্ত্রীর বৈঠকে উপস্থিত হতে অনুরোধ জানাচ্ছেন।

এই উদ্দেশ্য নিয়ে বিজেপির বিভিন্ন নেতারা রাজ্যের বিভিন্ন বুদ্ধিজীবী, শিল্পী, সাহিত্যিক, চিকিৎসক ও নানা বিশিষ্ট মানুষদের সঙ্গে যোগাযোগ করছেন। সে কারণেই কৈলাস বিজয়বর্গীয়, মুকুল রায়, অর্জুন সিং সংগীত শিল্পী অজয় চক্রবর্তীর সঙ্গে দেখা করেন। তবে, পশ্চিমবঙ্গের বুদ্ধিজীবীরা কতখানি বিজেপির প্রতি উৎসাহিত হবেন? তা অবশ্য জানা যায়নি।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

ইতিপূর্বে গত ২০১৯ সালে সম্পর্ক অভিযান শুরু করেছিল বিজেপি। সম্পত্তি আবার বিজেপি এই অভিযান শুরু করলো। সম্পর্ক অভিযানকে কেন্দ্র করে বাংলার বিশিষ্ট মানুষের কাছে যাবার চেষ্টায় আছে বিজেপি। তবে, ২০১৯ এ বিজেপি নেতাদের মধ্যে এ বিষয়ে যতটা সক্রিয়তা ছিল, এবারে তার চেয়ে কিছুটা কমই আছে। কারণ, পুরোনো বিজেপি নেতাদের মধ্যে তেমন একটা উৎসাহ এবারে নেই। বিজেপি নেতা মুকুল রায়, অর্জুন সিং এ বিষয়ে এগিয়ে এসেছেন।

আবার, ইতিপূর্বেও বাংলার বিশিষ্টজনদের গেরুয়া শিবিরে আকর্ষিত করতে একাধিক উদ্যোগ গ্রহণ করেছিল বিজেপি। নানা সভা-সেমিনার করা হয়েছিল। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও তাঁদের সঙ্গে বৈঠক করেছিলেন। কিন্তু বুদ্ধিজীবীদের পক্ষ থেকে তেমন কোনো সাড়া পাওয়া যায়নি। আবার এই উদ্যোগ শুরু করেছে বিজেপি। এবারেও তেমন সাড়া মেলেনি। তবে, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ পণ্ডিত অজয় চক্রবর্তীর বাড়িতে গিয়ে তাঁর সঙ্গে সাক্ষাৎ করবেন বলে জানা গেছে।

পণ্ডিত অজয় চক্রবর্তীর বাড়িতে বিজেপি নেতাদের যাওয়া ও তাঁর সঙ্গে সাক্ষাতকে কেন্দ্র করে তৃণমূলের পক্ষ থেকে মন্তব্য করা হলো, ” যাঁদের নিয়ে বিজেপি গানের জগতের দিকপাল অজয় চক্রবর্তীর সঙ্গে দেখা করেছে, তাদের কারও কারও সঙ্গে গান আর রাগের অর্থের ফারাক আছে। কারও কারও কাছে গান মানে বন্দুক আর রাগ মানে ক্রোধ। তবুও নাকি আলোচনা হয়েছে সঙ্গীত বিশারদ অজয় চক্রবর্তীর সঙ্গে! ” এভাবে আগামী বিধানসভা নির্বাচনের পূর্বে বাংলার মুখ খুঁজতে মরিয়া হয়ে উঠেছে বিজেপি।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!