এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > শাহের সঙ্গে গোপন বৈঠকেই যোগদানের ফর্মুলা তৈরী? নভেম্বরেই বিজেপিতে তৃনমূলের অন্যতম স্তম্ভ?

শাহের সঙ্গে গোপন বৈঠকেই যোগদানের ফর্মুলা তৈরী? নভেম্বরেই বিজেপিতে তৃনমূলের অন্যতম স্তম্ভ?


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –  রাজ্যের তৃণমূল সরকারের এক হেভিওয়েট মন্ত্রীকে নিয়ে বর্তমানে ব্যাপক জল্পনা তৈরি হয়েছে। তিনি দলবদল করতে পারেন, তিনি বিরোধী শিবিরে নাম লেখাতে পারেন, এরকম অনেক গুঞ্জন তৈরি হতে শুরু করেছে বাংলার রাজনৈতিক মহলে। সূত্রের খবর, বিজেপির কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে গোপন বৈঠক হয়েছে তৃণমূলের অন্যতম শীর্ষ নেতার। যিনি বর্তমানে রাজ্যের একাধিক দপ্তরের মন্ত্রী। খুব তাড়াতাড়ি তিনি এমন কোনো সিদ্ধান্ত নিয়ে নিতে পারেন, যা আগামীদিনে বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেসকে প্রবলভাবে অস্বস্তিতে ফেলে দেবে বলে দাবি করছেন একাংশ।

একাংশের মতে, তৃণমূলের এক শীর্ষ নেতার সঙ্গে এই হেভিওয়েট নেতা তথা মন্ত্রীর দীর্ঘদিন কার দুঃসম্পর্ক রয়েছে‌। দলের এক শীর্ষ নেতার কাছ থেকে অপমান সহ্য করতে না পেরে তিনি দলের সঙ্গে দূরত্ব পালন করে চলেছেন। সরকারের মন্ত্রী থাকলেও সেভাবে কোনো কর্মসূচিতে উপস্থিত থাকতে দেখা যাচ্ছে না তাকে। বরঞ্চ বিভিন্ন জায়গায় গিয়ে তিনি এমন কিছু মন্তব্য করছেন, যা অস্বস্তিতে ফেলে দিচ্ছে ঘাসফুল শিবিরকে।

আর এই পরিস্থিতিতে রাজ্যের সেই হেভিওয়েট মন্ত্রীর দলবদলের জল্পনা বর্তমানে ব্যাপক আকার ধারণ করতে শুরু করেছে। তবে শুধু দলবদল করাই নয়, আগামী দিনে তিনি নিজের মঞ্চ গঠন করে বিজেপির সঙ্গে সমঝোতার ভিত্তিতে বেশ কিছু জায়গায় প্রার্থী দিতে পারেন বলেও খবর। যেখানে পূর্ব মেদিনীপুরের 16 টি বিধানসভা আসন, পশ্চিম মেদিনীপুরের 15 টি, ঝাড়গ্রামের 4 টি এবং রাজ্যের আরও 10 টি আসনে তৃণমূলের এই হেভিওয়েট মন্ত্রী প্রার্থী দেবেন বলে মনে করা হচ্ছে। আর যদি এই সমস্ত সম্ভাবনা সত্যি হয়, তাহলে আগামী বিধানসভা নির্বাচনের আগে তৃণমূলের ঘর ভাঙ্গা কার্যত সময়ের অপেক্ষা বলেই দাবি রাজনৈতিক বিশেষজ্ঞদের।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

অনেকে বলছেন, রাজ্যের এই হেভিওয়েট মন্ত্রী দুর্দিনে তৃণমূল কংগ্রেসের গুরুত্বপূর্ণ সৈনিক ছিলেন। যেখানে যেখানে তৃণমূল কংগ্রেস বিপদে পড়েছিল, সেখানে মুশকিল-আসান হয়ে দলকে বিপদ থেকে উদ্ধার করেছিলেন তিনি। কিন্তু তার পরেও তাকে দলে গুরুত্বপূর্ণ জায়গা দেওয়া হয়নি বলে তার অনুগামীরা অনেকটাই ক্ষুব্ধ। সাম্প্রতিককালে তৃণমূলের সাংগঠনিক বৈঠকে তিনি জায়গা পাবেন বলে মনে করা হলেও, তাকে কোনো জায়গায় বসানো হয়নি। উল্টে তার সঙ্গে যে নেতার সম্পর্ক ভালো নয়, তাকে গুরুত্বপূর্ণ জায়গায় বসানো হয়েছে। আর তাতেই তৃণমূলের এই হেভিওয়েট নেতা তথা মন্ত্রী অনেকটাই ক্ষুব্ধ।

আর তারপর থেকেই দল এবং সরকারের সঙ্গে তিনি দূরত্ব তৈরি করছেন বলে খবর। আর এমত পরিস্থিতিতে বিজেপির সর্বভারতীয় প্রাক্তন সভাপতি তথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তৃণমূলের সেই হেভিওয়েট মন্ত্রী গোপন বৈঠক করে নিজের বিজেপিতে যাওয়ার রাস্তা পরিষ্কার করে নিতে চাইছেন বলে নানা মহলে জল্পনা ছড়িয়ে পড়েছে। তবে এই জল্পনা যদি বাস্তবায়িত হয়, তাহলে আগামীদিনে তৃণমূল কংগ্রেসের পক্ষে তৃতীয়বারের জন্য ক্ষমতায় আসা আদৌ কতটা সম্ভব হবে, তা নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে রাজনৈতিক মহলে। সবমিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!