এখন পড়ছেন
হোম > রাজ্য > শহীদ জওয়ানের বাড়িতে রাজ্যপাল, পঙ্গপাল থেকে দালাল বলে তৃণমূলের ‘অশালীন’ পোস্টার ঘিরে জল্পনা

শহীদ জওয়ানের বাড়িতে রাজ্যপাল, পঙ্গপাল থেকে দালাল বলে তৃণমূলের ‘অশালীন’ পোস্টার ঘিরে জল্পনা


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – পশ্চিমবঙ্গ সরকারের সঙ্গে রাজ্যপাল জগদীপ ধনকরের বিরোধ নতুন কোন বিষয় নয়। রাজ্যপাল পদের দায়িত্বভার গ্রহণের পর থেকেই রাজ্য সরকারের বিরুদ্ধে একাধিকবার নানা অভিযোগ তুলেছেন তিনি। রাজ্যপাল ও রাজ্য সরকারের মধ্যে বারবার বিরোধ ঘটতে দেখা গেছে। এই আবহে আজ শুক্রবার আলিপুরদুয়ার জেলায় শহীদ জওয়ানের বাড়িতে যাবার পথে রাজ্যপাল তাঁর বিরুদ্ধে কদর্য ভাষায় লেখা কতগুলি পোস্টার দেখতে পান, যেগুলিতে তৃণমূলের নাম পর্যন্ত উল্লেখ করা ছিল। যার ফলে প্রচণ্ড ক্ষুব্ধ রাজ্যপাল জগদীপ ধনকর।

লাদাখের শহীদ জওয়ান আলিপুরদুয়ার নিবাসী বিপুল রায়ের বাড়িতে এরপূর্বেও দুবার আসার পরিকল্পনা করেছিলেন রাজ্যপাল। কিন্তু দুবারই তাঁর সফর বাতিল হয়েছিল। আজ শুক্রবার সকালে আলিপুরদুয়ারে পৌঁছান রাজ্যপাল। সেখান থেকে সড়ক পথে তিনি শহীদ বিপুল রায়ের বাড়ির উদ্দেশ্যে যাত্রা করেন।আজ শুক্রবার সকাল ৭.৩৪ মিনিটে করা তাঁর একটি টুইট রাজ্যপাল সস্ত্রীক তাঁর বাগডোগরা পৌঁছাবার কথা জানিয়েছেন। আজই আবার হেলিকপ্টারে বাগডোগরা ফিরে যাবার কথা তাঁর।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

আজ সকাল ৯ টার কিছু পর আলিপুরদুয়ারের বিন্দিপাড়াতে শহীদ বিপুল রায়ের বাড়ি যাবার পথে কয়েকটি পোস্টার দেখতে পান তিনি। যে পোষ্টারে লেখা ছিল, “পঙ্গপাল রাজ্যপাল। নির্লজ্জ বিজেপির দালাল। কোথায় ছিল এতকাল। জবাব চাই। জবাব দাও।” এই পোস্টার গুলির নিচে স্পষ্ট ভাবে লেখা ছিল তৃণমূল দলের নাম। তার উপরে গতকাল রাজ্যের শাসকদলের বিরুদ্ধে হেলিপ্যাড ভেঙ্গে দেওয়ার অভিযোগ এসেছিল।

অন্যদিকে শহীদ জওয়ান বিপুল রায়ের স্ত্রী রুম্পা দেবী গত মঙ্গলবার আলিপুরদুয়ার জেলা প্রশাসনিক ভবন ডুয়ার্সকন্যাতে লোয়ার ডিভিশন ক্লার্ক পদে যোগ দিলেন। যাঁর হাতে নিয়োগপত্র তুলে দেন মুখ্যমন্ত্রী স্বয়ং। এরফলে স্বামী হারানোর যন্ত্রণা বুকে চেপেও কিছুটা স্বস্তিতে তিনি।

প্রসঙ্গত, রাজ্যপালের এই সফর নিয়ে একেবারেই নিশ্চুপ আলিপুরদুয়ার জেলা প্রশাসনের কর্তারা। রাজ্যপালও এই পোস্টের বিষয়ে কোনো প্রতিক্রিয়া এখনো পর্যন্ত দেননি। তবে রাজ্যপাল যে এ বিষয়ে যথেষ্ট ক্রুদ্ধ তা বলাই বাহুল্য। যদিও তৃণমূলের দাবি, দলের সঙ্গে এই পোস্টারের কোনো যোগাযোগ নেই। কিন্তু এই ঘটনায় যে রাজ্যপালের সঙ্গে সরকারের রাজনৈতিক সংঘাত তীব্র আকার নিতে পারে এমনটাই মত বিভিন্ন মহলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!