মুকুল রায়ের বিরূদ্ধে বিস্ফোরক মন্তব্য করলেন একদা তাঁরই ঘনিষ্ঠ নেতা রাজ্য May 4, 2018 বিজেপি নেতা মুকুল রায়ের সমালোচনায় মুখর হলেন জাতীয়তাবাদী তৃণমূল কংগ্রেসের সভাপতি অমিতাভ মজুমদার। অভিযোগের সুরেই একদা মুকুল রায়ের ঘনিষ্ঠ অমিতাভ বাবু বললেন ,”মুকুল রায় রাজনীতির চাণক্য হতে পারেন। কিন্তু তাঁর সেই গুণাবলী ক্ষণস্থায়ী, দীর্ঘমেয়াদী নয়। ” উল্লেখ্য চিট ফান্ড কেলেঙ্কারি নিয়ে যখন তৃণমূল কংগ্রেসের সাথে মুকুল রায়ের মতান্তর চরমে সেই সময়েই জাতীয়তাবাদী তৃণমূল কংগ্রেস দল প্রতিষ্ঠিত হয়। রাজনৈতিক মহলে নতুন রাজনৈতিক দল প্রতিষ্ঠাকে কেন্দ্র করে নানা কানাঘুষো খবর শোনা গিয়েছিলো। আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে এমনকি অমিতাভ মজুমদারকে মুখ্য করে মুকুল রায়ই আসলে ঐ নতুন দল পরিচালনা করছেন বলে নানা মহলে জল্পনা চলেছিলো। বছর দুয়েক আগে আত্মপ্রকাশ করলেও রাজ্য রাজনীতিতে এখনও বিশেষ ছাপ ফেলতে পারেনি তৃণমূল কংগ্রেসের বিরোধিতার উদ্দেশ্যে জন্ম নেওয়া রাজনৈতিক দল। কিন্তু, ওই দলের সভাপতি আসন্ন পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল কংগ্রেসকে ভোট দেওয়ার আহ্বান জানালেন সাংবাদিক সম্মেলন করে। মুকুল রায়ের সমালোচনা করে অমিতাভ মজুমদার এদিন বললেন, “মুকুল রায় যদি রাজনীতির চানক্য হয়ে থাকেন তাহলে তা চায়না প্রোডাক্ট। বেশি দিন টেকে না।” শুধু তাই নয় নিজের বক্তব্যের সমর্থনে যুক্তি দিয়ে একে একে তৃণমূল কংগ্রেসের সঙ্গে দূরত্ব, জাতীয়তাবাদী তৃণমূল কংগ্রেসের জন্ম এবং সর্বোপরি মুকুল রায়ের বিজেপি-তে যোগদান প্রভৃতি বিষয়ে বিশদে বিশ্লেষন করেছেন তিনি। আপনার মতামত জানান -