এখন পড়ছেন
হোম > অন্যান্য > সকল ভারতবাসীই কি এবার বিনামূল্যে করোনার টীকা পাবেন? জল্পনা বাড়িয়ে দিলেন খোদ মুখ্যমন্ত্রী

সকল ভারতবাসীই কি এবার বিনামূল্যে করোনার টীকা পাবেন? জল্পনা বাড়িয়ে দিলেন খোদ মুখ্যমন্ত্রী


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – সম্প্রতি বিহারের বিধানসভা নির্বাচনে বাজিমাত করতে বিনামূল্যে করোনা টিকা সকলকে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল বিজেপি। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বিহারের বিধানসভা ভোটের ইস্তাহার প্রকাশ করে এই প্রতিশ্রুতির কথা ঘোষণা করেছিলেন। এদিকে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী ই কে পালানিস্বামীও রাজ্যবাসীকে বিনামূল্যে করোনা টিকা দেওয়ার কথা ঘোষণা করেছিলেন। কেন্দ্রীয় অর্থমন্ত্রীর এই ঘোষণার পর থেকেই বিতর্ক ছড়ায়। কংগ্রেস ও অন্য বিরোধীরা এই ঘোষণার তীব্র নিন্দা জানায়।

গতকাল শনিবার দিল্লির শাস্ত্রী পার্কে একটি ফ্লাইওভারের উদ্বোধন করতে গিয়ে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল সমগ্র দেশবাসীকেই বিনামূল্যে করোনার প্রতিষেধক বিতরণ করা প্রয়োজন বলে জানালেন। সেইসঙ্গে, তিনি আরো জানালেন যে, সকল দেশবাসীর বিনামূল্যে টিকা লাভের অধিকার আছে। তাই সকল দেশবাসীকে তার সুযোগ করে করে দিতে হবে কেন্দ্রীয় সরকারকেই। প্রসঙ্গত করোনার ভ্যাকসিন হাতে পাবার আশায় দিন গুনছেন বহু ভারতবাসী।

করোনার ভ্যাকসিন কবে বেরোবে সে বিষয়ে নিশ্চিত ভাবে কোন কিছু বলা না গেলেও, আগামী বছরের শুরুর দিকে করোনার ভ্যাকসিন দেশে চলে আসবে বলে আশাবাদী কেন্দ্রীয় সরকার। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী ডক্টর হর্ষবর্ধন এ প্রসঙ্গে জানিয়েছিলেন যে, একাধিক সংস্থার করোনার ভ্যাকসিন দেশের বাজারে চলে আসবে। সরকারি সূত্রের খবর, অগ্রাধিকারের ভিত্তিতে প্রথমে ৩০ কোটি ভারতীয় করোনার টিকা পাবেন। যার জন্য তৈরি করা হয়েছে নির্দিষ্ট প্রটোকল। যা সকল রাজ্যে পৌঁছে দেওয়া হবে। কেন্দ্রের নির্দেশ মেনে চলবে এ কাজ।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক ও রাজ্য সরকারের সঙ্গে যৌথ ভাবে এ কাজ করবে। আবার, যে সমস্ত বয়সের মানুষদের টিকার বিষয়ে অগ্রাধিকার দেয়া হবে, তারও তালিকা তৈরির কাজ চলছে। স্বাস্থ্যমন্ত্রক একটি ফরমেট তৈরি করছে যেখানে রাজ্যগুলি তাদের জনসংখ্যার তালিকা জমা দেবে। এই পরিস্থিতিতে বিহারের বিধানসভা নির্বাচনে সাফল্য পেতে বিনামূল্যে করোনার ভ্যাকসিন দেওয়ার কথা প্রচার করেছিল বিজেপি। বিধানসভা নির্বাচনে বিজেপি তথা এনডিএ জোট জয়লাভ করলে বিনামূল্যে বিহারবাসিকে করোনার ভ্যাকসিন দেওয়া হবে বলে ঘোষণা করা হয়। বিরোধীরা যার তীব্র প্রতিবাদ জানায়।

আম আদমি পার্টির প্রধান তথা দিল্লীর মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল এ ক্ষেত্রে প্রশ্ন করেছিলেন যে, যে সব রাজ্য বিজেপি শাসিত, সেই সমস্ত রাজ্যের অধিবাসীরা বিনামূল্যে করোনা টিকা পাবেন। কিন্তু যে সকল রাজ্য বিজেপি শাসিত নয়, সে রাজ্য গুলির অধিবাসীদের কি হবে? আবার যারা বিজেপিকে ভোট দেন না তারা কি করোনার টিকা পাবে না? এমন একাধিক প্রশ্ন তুলেছিলেন তিনি। গতকাল তিনি আবার জানালেন, দেশের সমস্ত মানুষকে বিনামূল্যে করোনার টিকা বিতরণ করা প্রয়োজন। প্রতিটি মানুষ যাতে বিনামূল্যে এই টিকা পেতে পারে সেদিকে খেয়াল রাখতে হবে কেন্দ্রীয় সরকারকে।

এদিকে দিল্লিতে করোনা সংক্রমণ ক্রমশ বেড়েই চলছে। এখনো পর্যন্ত দিল্লিতে মোট করোনা সংক্রমণ সাড়ে ৩ লক্ষের গণ্ডি অতিক্রম করেছে। অ্যাকটিভ কেস অতিক্রম করেছে ২৬ হাজারের গন্ডি। গতকাল ৪ হাজারের বেশি মানুষ নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন। আবার দেশের মোট করোনা আক্রান্তের সংখ্যা ৭৮ লক্ষের কাছাকাছি পৌঁছে গেছে। তবে অ্যাকটিভ কেসের সংখ্যা কিছুটা কমেছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!