এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > দলীয় কর্মীকে মারধোরের ঘটনায় আলোকপাত বিজেপি প্রার্থীর, তুঙ্গে বিতর্ক

দলীয় কর্মীকে মারধোরের ঘটনায় আলোকপাত বিজেপি প্রার্থীর, তুঙ্গে বিতর্ক


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – দোলের দিন হঠাৎ করেই টালিগঞ্জের বিজেপি প্রার্থী বাবুল সুপ্রিয় উঠে এসেছিলেন খবরের শিরোনামে। একটি ছোট্ট ভিডিও সংবাদমাধ্যমের হাতে আসে যেখানে দেখা যায় বাবুল একটি ছেলেকে থাপ্পর মারছেন। এরপর সংবাদমাধ্যমের সঙ্গেও তাঁকে বচসায় জড়িয়ে পড়তে দেখা যায়। খুব স্বাভাবিকভাবেই ভোটের মুখে এই ঘটনা রাজনৈতিক উত্তেজনা বাড়িয়ে দেয়। তুমুল হইচই শুরু হয় রাজনৈতিক মহলে এবং ভিডিওটি ক্রমাগত সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে শুরু করে।

নানান বাদানুবাদের মধ্যে দিয়ে এবার মুখ খুললেন স্বয়ং বাবুল সুপ্রিয়। তিনি পুরোপুরি অস্বীকার করলেন সেদিনের ঘটনা। বাবুল সুপ্রিয় দাবি করেছেন, সেদিন বিজেপি অফিসে তিনি কাউকে থাপ্পড় মারেন নি। বাবুল জানান, ওই ব্যক্তিকে পার্টির মধ্যেই মীরজাফর বলে ডাকা হচ্ছিল। তিনি শুধুমাত্র অঙ্গভঙ্গি করেছেন মারার কিন্তু মারেননি। তবে বাবুলের দাবীর সাথে সাথে এই প্রশ্নও উঠছে, যে ব্যক্তির সাথে এত কিছু ঘটলো তিনি কি তৃণমূল থেকে পাঠানো কেউ, নাকি বিজেপির অন্দরের কেউ?

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এ বিষয়টি নিয়ে বাবুল সুপ্রিয়ও বিশেষ কিছু তথ্য দিতে পারেননি বলে জানা যাচ্ছে। পাশাপাশি বাবুল সুপ্রিয় জানিয়েছেন, এক পার্টি থেকে অন্য পার্টিতে গেলে বিভিন্ন সময় বিভিন্ন কথা শুনতে হয়। আর বাবুলের এই মন্তব্য নিয়ে তোলপাড় শুরু হয়েছে রাজ্য রাজনীতিতে। অন্যদিকে বাবুল সুপ্রিয়র বিরুদ্ধে টালিগঞ্জ থেকে দাঁড়িয়েছেন তৃণমূলের হেভিওয়েট প্রার্থী অরূপ বিশ্বাস। এদিন বাবুলের মন্তব্যের পর তাঁকে কটাক্ষ করে পাল্টা টুইট করেন অরূপ বিশ্বাস।

তিনি পাল্টা বাবুল সুপ্রিয়কেই প্রশ্ন করেন, এত রেগে যাওয়ার কারণ কি তৃণমূল জিতবে বলে? নাকি বিজেপি হারছে বলে?পাশাপাশি টালিগঞ্জের যুবককে মারধর করার তীব্র নিন্দা করেছেন অরূপ বিশ্বাস। সব মিলিয়ে বাবুল সুপ্রিয় যে এই মুহূর্তে ব্যাপক সমালোচনার মুখে তা নিয়ে একমত রাজনৈতিক বিশেষজ্ঞরা। রাজনৈতিক মহলের অনেকেই বাবুল সুপ্রিয় সংক্রান্ত ভিডিওটির সত্যতা দাবি করেছেন। সেক্ষেত্রে বাবুলের দাবি নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকেই। ভোটযুদ্ধের মাঝে এরকম ঘটনা গেরুয়া শিবিরেও যে ব্যাপক গুঞ্জন তৈরি করেছে, তা নিয়ে কোন সন্দেহ নেই।

 

আপনার মতামত জানান -

ট্যাগড
Top
error: Content is protected !!