এখন পড়ছেন
হোম > রাজ্য > সল্টলেকে বাড়ছে ‘ভাড়া রহস্য’, জবরদখল উচ্ছেদ করে ‘রহস্য’ উদ্ঘাটনে মরিয়া পুরসভা

সল্টলেকে বাড়ছে ‘ভাড়া রহস্য’, জবরদখল উচ্ছেদ করে ‘রহস্য’ উদ্ঘাটনে মরিয়া পুরসভা


সল্টলেকের ইই ব্লকের কমিউনিটি সেন্টারের পাশের সরকারি জমিতে বেআইনী ভাবে নির্মিত গোডাউন অবশেষে দখল মুক্ত হলো। এর আগে বিধাননগর পুরসভা তিনবার ওই জবরদখলকারীদের জমি থেকে সরে যাওয়ার নির্দেশ দিয়েছিল। আর প্রতিবারই জবরদখলকারীরা সেই নির্দেশ অগ্রাহ্য করে। যদিও যে সংস্থা ওই জমিতে গোডাউন তৈরী করেছিল, তাদের দাবি তারা রীতিমতো মাসিক ভাড়া দিয়ে ওই জমিতে গোডাউন তৈরি করেছিল ৷ কিন্তু পুরসভার তরফ থেকে জানানো হয়েছে এইরকম কোনো ভাড়া পুরসভা গ্রহণ করেনি। পুরসভার জমি থেকে গোডাউন উচ্ছেদ করার পর , ঐ সংস্থার পক্ষ থেকে পুরসভার কাছে বাজেয়াপ্ত হওয়া সামগ্রী ফেরত চেয়ে আবেদন করা হয়েছে । পুরসভা কর্তৃপক্ষ জানিয়েছে বিষয় টি খতিয়ে দেখা হবে। কে বা কারা পুরসভার তরফে ঐ সরকারী জমি থেকে ভাড়া বাবদ অর্থ নিতো সে বিষয়ে ও তদন্ত করা হবে । উল্লেখ্য বিধাননগর পুরসভার বহু জমি এইরকম ভাবে জবরদখলকারীদের দ্বারা অধিগৃহীত এমন অভিযোগ পুরসভার বহু কাউন্সিলারেরই ছিলো । তবে এদিন পুরসভার তরফ থেকে শীঘ্রই দফায় দফায় অভিযান চালিয়ে জবরদখলকারীদের দ্বারা অধিগৃহীত সমস্ত জমিই খালি করা হবে বলে কাউন্সিলারদের আস্বস্ত করা হয় ।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!