এখন পড়ছেন
হোম > অন্যান্য > শরীর-স্বাস্থ্য > সামান্য লাউয়ের খোসা আপনার ত্বকের জন্যে কি অসামান্য উপকার করতে পারে, জানলে চমকে যাবেন

সামান্য লাউয়ের খোসা আপনার ত্বকের জন্যে কি অসামান্য উপকার করতে পারে, জানলে চমকে যাবেন


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট -শাক সবজি খেতে পছন্দ করে এমন মানুষ দিন দিন কমে যাচ্ছে, এর মধ্যে যদি সেই সবজি হয় লাউ তবে অনেকেই ভেবে দেখবেন। তবে আপনি জানেন কি লাউয়ের মধ্যে যে গুণ আছে তা শুধু আপনার স্বাস্থ্যই নই আপনার ত্বকের জন্যে ও উপকারী।লাউ খেলে আপনার শরীর হাইড্রেটেড হয় এবং ত্বক উজ্জ্বল হয়। এতে আছে ফাইবার ও ভিটামিন যা ত্বকের জন্য খুবই উপকারী। শুধু তাই নয় লাউয়ের খোসাও যে কতটা উপকারী তা জেনে নিন এই মুহূর্তে…

 

• লাউয়ের খোসা বেটে মুখে মাখলে কালচে ভাব চলে যায়।

• লাউয়ের খোসা এর সঙ্গে অল্প চালের গুড়ো মিশিয়ে নিয়ে তা ব্যবহার করলে আপনার ত্বক ফিরে পাবে তার সজীবতা।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

• ট্যান এর সমস্যা থাকলে লাউয়ের খোসা বাটা এর সঙ্গে গোলাপজল মিশিয়ে সেই মিশ্রণটি মুখে ১৫ মিনিট রেখে দিয়ে জলে ধুয়ে ফেললে উপকার পাওয়া যায়।

• এছাড়া এই খোসা বাটা এর সঙ্গে চন্দন গুড়ো মিশিয়ে মুখে মাখলে মুখ উজ্জ্বল হয়।

আপনিও যদি নির্জীব ত্বক নিয়ে চিন্তিত হন তাহলে এই ঘরোয়া টিপসগুলি দিয়ে আপনার ত্বকের যত্ন নিতে পারেন।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!