এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > সময়ের সাথে সাথে আতঙ্ক বাড়ছে, ঘূর্ণিঝড় যশ এর সাথে বিপদ বাড়াচ্ছে অন্যান্য প্রাকৃতিক পরিবর্তন

সময়ের সাথে সাথে আতঙ্ক বাড়ছে, ঘূর্ণিঝড় যশ এর সাথে বিপদ বাড়াচ্ছে অন্যান্য প্রাকৃতিক পরিবর্তন


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – করোনার প্রথম দফা ঢেউয়ের সঙ্গে দেখা মিলেছিল আমফানের, যার স্মৃতি এখনো টাটকা হয়ে রয়েছে মানসপটে। আর এবার করোনার দ্বিতীয় ঢেউয়ের সঙ্গে রাজ্যে আসছে ঘূর্ণিঝড় যশ। যথারীতি সাধারণ মানুষ আবারও চূড়ান্ত আতঙ্কিত। তবে ঘূর্ণিঝড় যশ এর সঙ্গে যোগ হয়েছে ভরা কোটাল এবং চন্দ্রগ্রহণে জলস্তর বাড়ার আতঙ্ক। অন্যদিকে ঘূর্ণিঝড় যশের মোকাবিলায় ইতিমধ্যেই একের পর এক ব্যবস্থা গ্রহণ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সে বিষয়ে বিস্তারিত জানালেন তিনি নবান্নে সাংবাদিক বৈঠকে।

মুখ্যমন্ত্রীও আশঙ্কা প্রকাশ করেছেন, ঘূর্ণিঝড়ে যশের সঙ্গে ভরা পূর্ণিমা এবং চন্দ্র গ্রহণের ফলে জলস্তর বেড়ে যাওয়া নিয়ে। এই ভয়ঙ্কর দুর্যোগ সামলাতে গেলে কি কি করতে হবে, তার বিস্তারিত বিবরণ জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে শেষ পাওয়া খবর অনুযায়ী জানা যাচ্ছে ওড়িশার ভদ্রকের চাঁদমারিতে ঘুর্ণিঝড় যশের আছড়ে পড়ার আশঙ্কা। অতএব বালাসোর নয়, চাঁদমারিতে আছড়ে পড়বে আগামীকাল যশ। আবহাওয়া দপ্তর সূত্রে জানা যাচ্ছে, মাটিতে আছড়ে পড়ার সময় এই ঘূর্ণিঝড়ের গতিবেগ থাকবে 155 থেকে 160 কিলোমিটার প্রতি ঘন্টা।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

অন্যদিকে উড়িষ্যার সাথে সাথে এই রাজ্যের দুই মেদিনীপুরেও কম বেশি ক্ষতি হতে পারে বলে মনে করা হচ্ছে। পাশাপাশি সূত্রের খবর, দক্ষিণ 24 পরগনার সাগরও অতিমাত্রায় প্রভাবিত হবে বলে আশঙ্কা করা হচ্ছে। ইতিমধ্যেই দুই মেদিনীপুর এবং দুই 24 পরগনার জেলাশাসকদের অতিরিক্ত সতর্ক থাকার কথা বলা হয়েছে। একইসাথে বৃষ্টি এবং বন্যার আশঙ্কায় ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া জেলা শাসকদের সতর্ক করা হয়েছে। নদীর জলস্তর বেড়ে গেলে অবধারিতভাবে বন্যা পরিস্থিতি তৈরি হবে।

আপাতত এই ঘূর্ণিঝড় পরিস্থিতি সামলানো বড় চ্যালেঞ্জ এই মুহূর্তে রাজ্য সরকারের কাছে। যে চরম বিপদের আশঙ্কা করা হচ্ছে তা কতটা প্রভাব ফেলবে তা নিয়েই আতঙ্কিত সবাই। ইতিমধ্যেই নবান্নে ও অন্যান্য জেলাতেও ওয়্যাররুম খোলা হয়েছে। নবান্নে সারারাত মুখ্যমন্ত্রী আজ থাকবেন বলে খবর। সাধারণ মানুষকে সবরকম নিরাপত্তা দেওয়ার কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। এখন অপেক্ষা ঘূর্ণিঝড় যশের মাটিতে আছড়ে পড়ার মুহূর্তের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!