এখন পড়ছেন
হোম > অন্যান্য > আজকের দিনে > সময়ের সাথে সাথে বিপুল শক্তি বাড়াচ্ছে ঘুর্ণিঝড় ইয়াস, পাশাপাশি সতর্কতা বজায় বাংলাতেও

সময়ের সাথে সাথে বিপুল শক্তি বাড়াচ্ছে ঘুর্ণিঝড় ইয়াস, পাশাপাশি সতর্কতা বজায় বাংলাতেও


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্টগতবছর আম্ফান ঘূর্ণিঝড়ের ব্যাপক ধ্বংসলীলা দেখার পর এ বছর আবার বাংলা অপেক্ষা করছে ঘূর্ণিঝড় ইয়াসের সঙ্গে পাল্লা দেবার। সূত্রের খবর, ইতিমধ্যেই ইয়াস যথেষ্ট শক্তি বাড়িয়েছে নিজের। পাশাপাশি প্রশাসনের পক্ষ থেকে সাধারণ মানুষকে নিরাপত্তা দেওয়ার জন্য সবরকম ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানা গিয়েছে।

তবে আবহাওয়া দপ্তরের অনুমান অনুযায়ী, ইয়াস আছড়ে পড়তে চলেছে বালাসোরে অর্থাৎ উড়িষ্যার উপকূলে। কিন্তু তাতে বাংলার ভয় কাটছেনা। কারণ ইয়াসের লেজের ঝাপটা কিন্তু বাংলার ওপর দিয়ে যাবে বলে মনে করা হচ্ছে। সূত্রের খবর, ইতিমধ্যে ঘূর্ণিঝড় ইয়াস গতি বাড়িয়ে নিয়েছে এবং স্থলভাগের দিকে এগিয়ে আসছে 12 কিলোমিটার বেগে।

এই মুহূর্তে বঙ্গোপসাগরের উপর দিয়ে আসছে ইয়াস। আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে, শেষ ছয় ঘণ্টায় ইয়াসের গতিপথে কোনো পরিবর্তন আসেনি। সোমবার সন্ধ্যে সাড়ে আটটা নাগাদ দীঘা থেকে 540 কিলোমিটার দূরে ইয়াসের অবস্থান ছিল। কিন্তু জানা যাচ্ছে, যত উপকূলের দিকে এগোচ্ছে ততোই তার গতিবেগ বাড়ছে। বলা হচ্ছে, বুধবার দুপুরে উড়িষ্যা উপকূলে আছড়ে পড়তে চলেছে এটি। অন্যদিকে মৌসম ভবন এর পক্ষ থেকে জানানো হয়েছে, এই মুহূর্তে ইয়াস 17 ডিগ্রি 1 মিনিট উত্তর অক্ষাংশে এবং 90 ডিগ্রি 3 মিনিট পূর্ব দ্রাঘিমাংশে অবস্থান করছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

সূত্রের খবর, আন্দামানের পোর্ট ব্লেয়ার থেকে 710 কিলোমিটার উত্তর-পশ্চিমে, ওড়িশার পারাদ্বীপ থেকে 450 কিলোমিটার দক্ষিণ-পূর্বে, উড়িষ্যার বালেশ্বর থেকে 550 কিলোমিটার এবং দীঘা থেকে 540 কিলোমিটার দক্ষিণ-পূর্বে অবস্থান করছে এই মুহুর্তে ইয়াস। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে ইঙ্গিত দেওয়া হয়েছে, সমুদ্রের বুকে ইয়াস শক্তি বাড়িয়ে সিভিয়ার সাইক্লোনে পরিণত হয়েছে এইমুহুর্তে এবং মঙ্গলবার তা ভেরী সিভিয়ার সাইক্লোনে পরিণত হবে। তার পরদিন অর্থাৎ বুধবার দুপুরে শক্তি বাড়িয়ে ফুলে ফেঁপে উঠবে ইয়াস এবং আছড়ে পড়বে বালাসোরে ঘন্টায় 185 কিলোমিটার গতিতে।

শুধু তাই নয়, ঝড় আছড়ে পড়ার পরেও 155 থেকে 165 কিলোমিটার গতিতে বালাসোর সংলগ্ন ভদ্রক, কেন্দ্রাপাড়া, জগৎসিংপুর এলাকায় ব্যাপক ঝড় বইবে। অন্যদিকে উড়িষ্যা উপকূলে আছড়ে পড়লেও বাংলার উপকূলবর্তী অঞ্চলেও কিন্তু ব্যাপক সর্তকতা জারি করা হয়েছে। শুধু উপকূলবর্তী অঞ্চল নয়, সারা বাংলা জুড়ে এই সর্তকতা জারি করা হয়েছে। পাশাপাশি ত্রাণ ব্যবস্থা, বিদ্যুৎ বিপর্যয় নিয়ে সাবধানতা অবলম্বন করা হয়েছে। এখন দেখার বাংলার বুকে কতটা ক্ষতিকারক হয়ে উঠতে চলেছে এই ইয়াস।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!