এখন পড়ছেন
হোম > রাজনীতি > বিজেপি > সামনে বড় লক্ষ্যমাত্রা ! বঙ্গে সাফল্য পেতেই বড় পদক্ষেপ বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের !

সামনে বড় লক্ষ্যমাত্রা ! বঙ্গে সাফল্য পেতেই বড় পদক্ষেপ বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের !


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-  এবার একুশে বিধানসভা নির্বাচনে বঙ্গ বিজেপি সরকার গড়ার স্বপ্ন দেখলেও রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের কাছে কার্যত নিজেদের পরাজয়কে মেনে নিতে হয়েছে। তবে ১৯ এর লোকসভায় বিজেপি পশ্চিমবঙ্গ থেকে ১৮ টি আসন জয়লাভ করেছিল , যার পর থেকেই বিজেপির আত্মবিশ্বাস বেড়ে যায় কিন্ত একুশে বিধানসভা নির্বাচনে এসে জোর ধাক্কা খায় তৃণমূল কংগ্রেসের কাছে।

 আর এবার এই পরিস্থিতিতে আবার নতুন করে ঘুরে দাঁড়াইতে মরিয়া বঙ্গ বিজেপি  । সামনে বড় লক্ষ্যমাত্রা পশ্চিমবঙ্গে বছর ঘুরতে না ঘুরতেই রয়েছে পঞ্চায়েত নির্বাচন আর তার ঠিক এক বছর পরই রয়েছে লোকসভা নির্বাচন কাজেই রাজ্যের একদিকে পঞ্চায়েত নির্বাচন , তারপরেই লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে নিজেদের ঘর গোছাতে ও আগামী লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গ থেকে প্রচুর আসনে জয়ের লক্ষ্যমাত্রা নিয়ে বঙ্গে সাফল্য পেতেই বড় পদক্ষেপ নিল বিজেপি কেন্দ্রীয় নেতৃত্ব।

সূত্রের খবব নিজেদের লক্ষ্যমাত্রাকে এবার বাস্তবে রূপ দেওয়ার জন্যই বঙ্গ বিজেপির পরিদর্শক পদের পরিবর্তন ঘটায়লো বিজেপির কেন্দ্র নেতৃত্ব ।  পশ্চিমবঙ্গে বিজেপির পর্যবেক্ষক হিসেবে নিযুক্ত ছিলেন কৈলাস বিজয়বর্গীয় আর এবার পশ্চিমবঙ্গে পর্যবেক্ষণ হিসাবে নিযুক্ত হলেন কেন্দ্রীয় বিজেপি নেতৃত্বের হেভিওয়েট নেতা তথা পূর্বের অভিজ্ঞ সাফল্য পাইয়ে দেওয়ায় নেতা সুনীল বনশল যার নেতৃত্বে  ২০১৪ ও ২০১৯ সালের লোকসভা নির্বাচনে উত্তরপ্রদেশে নজিরবিহীন সাফল্য পেয়েছিল বিজেপি। তবে সব মিলিয়ে এখন দেখার বিষয় আগামীতে গোটা  পরিস্থিতি কোন দিকে গড়ায় সেদিকে নজর সকলের । 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!