সামনে এল চাঞ্চল্যকর খবর, কৃষক নেতার কনভয়ে হামলা বিজেপি ছাত্রনেতার জাতীয় বিজেপি রাজনীতি April 3, 2021 প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – দেশজুড়ে কৃষি আন্দোলন কিন্তু এখনো অব্যাহত। দীর্ঘ সময় ধরে কৃষকরা কেন্দ্রীয় সরকারের কৃষি আইনের বিরুদ্ধে এক নাগাড়ে প্রতিবাদ জানিয়ে আসছেন। গত বছর থেকে এই প্রতিবাদ শুরু হয়েছিল দিল্লির রাস্তায়। শুধু দিল্লিতে নয়, কৃষক আন্দোলন ছড়িয়ে পড়েছে দেশজুড়ে। সারা দেশের সাধারণ মানুষ থেকে বিভিন্ন মহলের পক্ষ থেকে তীব্র বিরোধিতা করা হচ্ছে এই কৃষি আইনের। অন্যদিকে জানা গেছে রাজস্থানের আলওয়ারে কৃষকনেতা রাকেশ টিকাইতের কনভয়ে আজকে হামলা চালিয়েছে বিজেপির দুষ্কৃতীরা এবং এই হামলার পেছনে রয়েছে এক বিজেপি ছাত্রনেতা। এই ঘটনা সামনে আশায় কৃষক নেতাদের পাশাপাশি দেশজুড়ে বিরোধী দলগুলোর পক্ষ থেকে তীব্র নিন্দা করা হয়েছে। জাতীয় রাজনীতিতে শুরু হয়েছে তীব্র চাঞ্চল্য। শুক্রবার রাজস্থানের বনসুরে একটি কৃষক সভায় যোগ দিতে যাচ্ছিলেন রাকেশ টিকাইত। মাঝরাস্তায় তারতারপুরের কাছে হঠাৎ একদল লোক রাকেশ টিকায়েতের কনভয় ঘিরে ফেলে এবং পাথর ছুঁড়তে শুরু করে তাঁর গাড়িতে। এমনকি কিছু দুষ্কৃতী কৃষক নেতাকে লক্ষ্য করে কালি ছুঁড়ে দেয় বলে অভিযোগ করা হয়েছে। তবে কনভয়ে থাকা পুলিশরা তড়িঘড়ি রাকেশকে নিরাপদ স্থানে নিয়ে যেতে সমর্থ হয়। ইতিমধ্যে এই ঘটনা নিয়ে রাকেশ টিকায়েত তাঁর টুইটার হ্যান্ডেলে পোস্ট করেছেন। পাশাপাশি এই হামলা নিয়ে সরাসরি তিনি বিজেপিকে আক্রমণ করেছেন। অন্যদিকে এই পোস্ট দেওয়ার সাথে সাথে সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের পক্ষ থেকে তীব্র নিন্দার ঝড় উঠেছে। আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে। আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে। আপনার মতামত জানান - এমনকি রাজস্থানের বিরোধী দলের নেতারাও এই ঘটনার তীব্র নিন্দা করেছেন বলে জানা গিয়েছে। ঘটনায় জড়িত থাকার অভিযোগে ইতিমধ্যেই আলোয়ারের মৎস্য বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের সভাপতি কুলদীপ যাদব সহ 4 জনকে গ্রেপ্তার করা হয়েছে। পরে কৃষকসভার মঞ্চ থেকেও কড়া ভাষায় বিজেপিকে আক্রমণ করেন রাকেশ টিকায়েত। একই সাথে তিনি জানান পাঞ্জাব, হরিয়ানাতে বিজেপির যে অবস্থা হয়েছে রাজস্থানেও সেই একই অবস্থা হবে। প্রসঙ্গত, হরিয়ানা এবং পাঞ্জাবে কৃষকদের ব্যাপক ক্ষোভের মুখোমুখি হয়েছেন ইতিমধ্যে বিজেপির নেতারা। বিশেষজ্ঞরা মনে করছেন, শুধু পাঞ্জাব কিংবা হরিয়ানাতে নয় দেশজুড়ে কৃষক আন্দোলনের আঁচ লেগেছে। যার ফলস্বরূপ সাধারণ মানুষের মনে এখন বিজেপি বিরোধিতা ব্যাপকভাবে প্রভাব বিস্তার করেছে। অন্যদিকে কৃষক আন্দোলন নিয়ে জটিলতা এখনো অব্যাহত। কৃষকরাও হাল ছাড়েননি, অন্যদিকে কেন্দ্রীয় সরকারও জানিয়ে দিয়েছে কোনমতেই তাঁরা আইন তুলে নেওয়ার পথে হাঁটবেনা। সব মিলিয়ে এই আন্দোলন আরো কত দূর এগোয়, সেটাই দেখার। আপনার মতামত জানান -