এখন পড়ছেন
হোম > জাতীয় > সামনে এল নতুন সমীক্ষা, জনপ্রিয়তার নিরিখে প্রধানমন্ত্রীর থেকে কয়েক যোজন দূরে মুখ্যমন্ত্রী!

সামনে এল নতুন সমীক্ষা, জনপ্রিয়তার নিরিখে প্রধানমন্ত্রীর থেকে কয়েক যোজন দূরে মুখ্যমন্ত্রী!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – বিহারের আসন্ন বিধানসভা নির্বাচনের প্রাক্কালে বিহারে বিশেষ সমীক্ষার আয়োজন করেছিল টাইমস নাও ও সি ভোটার। তাদের সমীক্ষায় দেখা যাচ্ছে যে, বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের পরিবর্তে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রতি অনেকটা বেশি আস্থাশীল বিহারবাসী।

বিহারের মানুষকে প্রশ্ন করা হয়েছিল যে, কেন্দ্রীয় সরকার করোনাভাইরাস এর কেমন মোকাবিলা করছেন? অর্থনীতির উন্নয়ন ঘটাতে সরকার কি পদক্ষেপ গ্রহণ করেছেন? মোদি সরকার ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উপরে তাঁরা কতটা সন্তুষ্ট? এই সমস্ত বিষয়ে প্রশ্ন করা হলে বিহারবাসী প্রধানমন্ত্রীর যথেষ্ট প্রশংসা করলেন।

টাইমস নাও ও সি ভোটার যখন বিহারবাসীকে জিজ্ঞাসা করে যে, এনডিএ সরকারের কাজকর্মে তারা কতটা সন্তুষ্ট? তার উত্তরে ৩৬.২ ৭% জানালেন খুব সন্তুষ্ট, ৩১.৮৬ % জানালেন যে তারা কিছুটা সন্তুষ্ট, ৩১.৫৮ % শতাংশ জানালেন তারা মোটেও সন্তুষ্ট নন।

এরপর প্রধানমন্ত্রীর কাজে তাঁরা কতটা সন্তুষ্ট? এই প্রশ্নের উত্তরে ৪৩.৮৯ % খুব সন্তুষ্ট, ৩১.১৬ % কিছুটা সন্তুষ্ট, ২৪.৯৫ % জানালেন যে তারা অসন্তুষ্ট।

বিহারের মানুষকে যখন প্রশ্ন করা হয়েছিল নরেন্দ্র মোদি ও রাহুল গান্ধীর মধ্যে কাকে প্রধানমন্ত্রী হিসেবে বেছে নিতে চান তারা? এর উত্তরে ৬৬.০৭ % নরেন্দ্র মোদীকে প্রধানমন্ত্রী হিসেবে বেছে নিয়েছেন, রাহুল গান্ধীকে চেয়েছেন ২৩.৭৩% এবং ৫.৯৩ % কোন মত দেন নি।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

বিহারবাসী রাজ্যের মুখ্যমন্ত্রীর কাজ নিয়ে কতটা সন্তুষ্ট? এই প্রশ্নের উত্তরে ২৫.৪৬% জানালেন যে তারা খুব সন্তুষ্ট, ৩৪.২৯ % কিছুটা সন্তুষ্ট, ৪০.২৪ একেবারেই সন্তুষ্ট নন।বিহারে বাসীকে যখন জিজ্ঞাসা করা হয়েছিল যে তাদের মতে সবচেয়ে বড় সমস্যা কি? এর উত্তরে ৫১.১৬ বেকারত্বের কথা বললেন, ১২.৬১ % করোনা ও ৭.৪৩ % দুর্নীতির কথা বললেন।

জনতাকে প্রশ্ন করা হয়েছিল যে, কাদের উপর তাদের সবচেয়ে রাগ? কাকে তারা ভোটে হারাতে চান? এ ক্ষেত্রে ২৪.১ % জানালেন মুখ্যমন্ত্রীকে, ১২.২৭ % কেন্দ্রীয় সরকারকে, ১০.১৯ % বিধায়ককে, ৫৩.৪৪ % কিছুই জানান নি। রাজ্য সরকারের কাজকর্মের বিষয়ে তাঁরা কতটা সন্তুষ্ট? এই প্রশ্ন করা হলে, ১৯.০১ % সরকারের খুব সন্তুষ্ট, ৪৩.৩২ % কিছুটা সন্তুষ্ট, ৩৭.৬৭ % একেবারেই সন্তুষ্ট নন বলে জানালেন।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!