এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > সামনেই আসছে পুরসভা নির্বাচন, কি বার্তা দিল তৃণমূল?

সামনেই আসছে পুরসভা নির্বাচন, কি বার্তা দিল তৃণমূল?


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট একুশের বিধানসভা নির্বাচন, তারপর ভবানীপুরের উপনির্বাচন এবং সম্প্রতি হয়ে যাওয়া রাজ্যের বাকি চারটি উপনির্বাচনে পর পর জয় এসেছে রাজ্যের শাসক দল তৃণমূলের। এবার তাঁদের সামনে নতুন অগ্নিপরীক্ষা- পুরসভা নির্বাচন। প্রথম ভাগে কলকাতা এবং হাওড়ায় পুরনির্বাচন হবে বলে ঠিক হয়েছে। আর এই নির্বাচনকে সামনে রেখেই তৃণমূল এবার কড়া বার্তা দিল দলের অন্দরে। দক্ষিণ কলকাতার জেলা তৃণমূলের একটি বিজয় সম্মেলনের অনুষ্ঠান ছিল। আর সেখান থেকেই দলের রাজ্য সভাপতি জানিয়ে দেন, প্রথমে কলকাতা ও হাওড়ার পুরসভার নির্বাচন হবে।

এবং তারপর রাজ্যের 116 টি পুরসভার নির্বাচন হবে। তবে এক্ষেত্রে পুরভোটে প্রার্থী কে হবে, তা সম্পূর্ণ দল নির্ধারণ করবে। দল যাকে উপযুক্ত মনে করবে, তিনি প্রার্থী হবেন। এক্ষেত্রে দলীয় সিদ্ধান্তের উর্দ্ধে যে কেউ নন, তা স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন তৃণমূলের রাজ্য সভাপতি। পাশাপাশি মাঠে নেমে লড়াই করার বার্তা দিয়েছেন তিনি। পুরসভার নির্বাচন জিততে তৃণমূল মরিয়া। কলকাতা পুরসভার পৌর প্রশাসক তথা রাজ্যের পরিবহণমন্ত্রী ফিরহাদ হাকিম জানিয়েছেন, রাজ্যে তৃণমূল ছাড়া এই মুহূর্তে কোনো রাজনৈতিক দল নেই। একথা যদি ভাবে কেউ, তাহলে তা ঔদ্ধত্যপূর্ণ আচরণের সামিল হবে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এ প্রসঙ্গ উল্লেখ করে ফিরহাদ হাকিম জানিয়েছেন- মানুষকে পরিষেবা দিতে হবে, কাজ করতে হবে। তবেই রাজ্যে নিজেদের দলকে ক্ষমতায় রাখা যাবে দীর্ঘদিন ধরে। বিশেষজ্ঞরা মনে করছেন, পুরসভা নির্বাচনের প্রার্থী তালিকা প্রকাশের পর আরো একবার হয়তো ঘাসফুল শিবিরে গোষ্ঠীদ্বন্দ্ব মাথাচাড়া দিতে পারে। আর সেকথা ভালই বুঝেছেন দলীয় নেতৃত্ব। তাই আগেভাগে সতর্কবাণী দেওয়া হল বলে মনে করা হচ্ছে। আপাতত নজর সবার পুরসভা নির্বাচনের দিকে।

আপনার মতামত জানান -

ট্যাগড
Top
error: Content is protected !!