এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > সমস্ত তৃণমূল সাংসদ যখন উত্তাল করছেন সংসদ ভবন, সেসময় দিল্লিতে অনুপস্থিত এই দুই তৃণমূল সাংসদ

সমস্ত তৃণমূল সাংসদ যখন উত্তাল করছেন সংসদ ভবন, সেসময় দিল্লিতে অনুপস্থিত এই দুই তৃণমূল সাংসদ


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – রাজ্যসভা ও লোকসভার সমস্ত তৃণমূল সাংসদ যখন উত্তাল করে রেখেছেন সংসদ ভবন বাদল অধিবেশনে, যখন তীব্র বিজেপি বিরোধিতার চড়া সুর শোনা যাচ্ছে তৃণমূল সাংসদের, ঠিক তখনই ২ তৃণমূল সাংসদের অনুপস্থিতি নানাভাবে জল্পনা বাড়িয়ে তুলেছে। এই দুজন সাংসদ হলেন শিশির অধিকারী ও দিব্যেন্দু অধিকারি। দুজনেই এখনো তৃণমূল সাংসদ রয়েছেন। দিব্যেন্দু অধিকারি সম্প্রতি জানিয়েছেন যে, তিনি ও তাঁর বাবা শিশির অধিকারী দুজনেই তৃণমূলে রয়েছেন, অন্য কোন দলে দলে তাঁরা যোগদান করেন নি। তবে, অধিবেশনে তাঁদের এই অনুপস্থিতি বড়োসড়ো প্রশ্ন তৈরি করেছে।

প্রসঙ্গত, শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগ দিতেই অধিকারী পরিবারের সঙ্গে দূরত্ব বাড়তে থাকে তৃণমূলের। এরপর সৌমেন্দু অধিকারী বিজেপিতে যোগ দেন। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের মঞ্চে দেখা যায় শিশির অধিকারীকে। আবার হলদিয়াতে প্রধানমন্ত্রীর সরকারি কর্মসূচিতে উপস্থিত হতে দেখা যায় দিব্যেন্দু অধিকারীকে। শিশির অধিকারীর বিরুদ্ধে দলত্যাগ বিরোধী আইন প্রয়োগ করে তাঁর সাংসদ পদ বাতিলের দাবি জানায় তৃণমূল। দিব্যেন্দু অধিকারীর বিরুদ্ধে এখনও পর্যন্ত তেমন কোনো পদক্ষেপ গ্রহণ করতে দেখা যায়নি। তবে বাদল অধিবেশনে তাদের অনুপস্থিতি নানা প্রশ্ন তুলে দিয়েছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এ প্রসঙ্গে তৃণমূল সাংসদ দিব্যেন্দু অধিকারী জানিয়েছেন যে, তাঁর বাবা-মা দুজনই অসুস্থ, তাই তিনি কাঁথির বাড়িতে রয়েছেন, দিল্লি যেতে পারেননি। তবে তিনি জানিয়েছেন, তিনি ও তাঁর বাবা শিশির অধিকারী দুজনেই তৃণমূলে আছেন। অন্য কোন দলে যোগদান করেননি, অন্য দলে যাবার প্রশ্নও নেই। কিন্তু তাঁর বাবা অসুস্থ, মায়ের শরীর ভালো নয়। এ কারণে এই অবস্থায় তাঁদের ফেলে রেখে তিনি দিল্লি যেতে পারেন নি। তবে বাদল অধিবেশনের এখনো অনেক দিন বাকি আছে। এর মধ্যে দিল্লি গিয়ে তিনি অধিবেশনে যোগদান করবেন তিনি।

দিব্যেন্দু অধিকারী আরো জানিয়েছেন যে, তাঁর পিতা শিশির অধিকারী নিজের অসুস্থতার কথা জানিয়ে লোকসভার স্পিকারকে চিঠি দিয়েছিলেন। তবে তিনি এটাও জানিয়েছেন যে, দলের সঙ্গে তাঁদের এখন তেমন কোনো যোগাযোগ হচ্ছে না। দলত্যাগ প্রসঙ্গে তিনি জানিয়েছেন, দল ছাড়ার কোন প্রশ্ন নেই। তাঁরা তৃণমূলেই আছেন। অন্য কোন দলে দলে যোগদান করেননি। শারীরিক অসুস্থতার কারণে তাঁর বাবা দিল্লি যেতে পারছেন না। মা,বাবার অসুস্থতার কারণে এখনো পর্যন্ত তিনি দিল্লি যেতে পারেননি।

তাঁর এই বক্তব্যের পরও তৃণমূলের এই দুই সাংসদকে নিয়ে যথেষ্ট জল্পনা রয়েছে রাজনৈতিক মহলে। বিশেষ করে শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগদানের পর যেভাবে দীঘা শঙ্করপুর উন্নয়ন পরষদের চেয়ারম্যানের পদ থেকে, পূর্ব মেদিনীপুর জেলা তৃণমূল সভাপতির পক্ষ থেকে অপসারিত করা হয়েছে শিশির অধিকারীকে, ফলে দলের সঙ্গে যোগাযোগ অনেকটাই কমিয়েছেন শিশির অধিকারী। দিব্যেন্দু অধিকারীর বিরুদ্ধে দল তেমন কোনো পদক্ষেপ না নিলেও, দলের সঙ্গে তিনি খুব একটা যোগাযোগ রাখছেন না বলেই, জানা যাচ্ছে তৃণমূল সূত্রে। যেকোনো সময় তাঁরা তৃণমূল ছেড়ে দিতে পারেন, এমন একটা সম্ভাবনা যথেষ্ট রয়েছে। এই পরিস্থিতিতে বাদল অধিবেশনে যেখানে তৃণমূল বিজেপির তীব্র বিরোধিতার সুর চড়াচ্ছে, সেখানে তাঁদের অনুপুস্থিতি নানা প্রশ্ন ও জল্পনার সৃষ্টি করেছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!