এখন পড়ছেন
হোম > রাজ্য > সমস্যা থেকে রেহাই পেতে এবার মুখ্যমন্ত্রী মমতার দ্বারস্থ খোদ রাজ্যপাল, জেনে নিন কারণ !

সমস্যা থেকে রেহাই পেতে এবার মুখ্যমন্ত্রী মমতার দ্বারস্থ খোদ রাজ্যপাল, জেনে নিন কারণ !


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – মুখ্যমন্ত্রীর কাছে রাজ্যপালের টুইটের কথা শুনলেই মনে পড়ে যায়, রাজ্য সরকারের নামে রাজ্যপালের একরাশ অভিযোগের কথা। আর রাজ্যপালের দিক থেকে অভিযোগ জ্ঞাপনের পরই রাজ্য সরকার থেকে চলে জবাব দেবার তোড়জোড়। শুরু হয় দু-পক্ষের রাজনৈতিক চাপান উতর। কিন্তু, এবারের বিষয়টি বস্তুতই ভিন্ন। রাজ্যপাল মুখ্যমন্ত্রীকে টুইট করলেন, একটি বিশেষ সমস্যা থেকে সমাধান রেহাই মেলার আশায়।

প্রসঙ্গত, সাইবার জালিয়াতির বিষয়টি দেশজুড়ে ক্রমশই বাড়ছে। সোশ্যাল মিডিয়া ও অন্যান্য প্ল্যাটফর্ম জুড়ে নিজেদের ফাঁদ পেতেছে সাইবার প্রতারকেরা। লকডাউনের পর এই সাইবার প্রতারণা বেড়েছে বহুগুণ। করোনা সংক্রমনের কারণে অনেকেই বাজার, হাট, মার্কেট কমপ্লেক্স কিংবা শপিংমলে যাওয়ার তুলনায়, অনলাইন কেনাকাটাকেই নিরাপদ বলে মনে করছেন।

আর এই অনলাইন কেনাকাটাকে হাতিয়ার করে প্রচারণায় নেমেছে এই প্রতারকেরা। এ রাজ্যের বহু সেলিব্রিটি যেমন প্রতারকের হাতে যেমন পড়েছেন, তেমনি হ্যাকিংয়ের হাতে পড়েছেন রাজ্যের বেশ কিছু বড় পুলিশকর্তা পর্যন্ত। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালও এই সাইবার জালিয়াতির কথা জানিয়েছেন, সতর্কও করেছেন। এবারে সাইবার জংলিয়াতির শিকার হলেন খোদ রাজ্যপাল জগদীপ ধনখড়। টুইট করে তিনি তাঁর এই সমস্যার কথাটি নিজেই জানালেন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

রাজ্যপাল তাঁর টুইটে জানিয়েছেন যে, তাঁর নাম করে অসংখ্য ভুয়ো মেইল পাঠানো হয়েছে তাঁর কাছে। কলকাতা পুলিশের কাছে এ বিষয়ে অভিযোগ জানিয়েছেন তিনি। গতকাল রবিবার টুইট করে এই সমস্যার কথা জানালেন রাজ্যপাল। রাজ্যপাল তাঁর এই টুইটে লিখেছেন যে, ইতিপূর্বেও এ ধরনের সমস্যার সম্মুখীন হয়েছিলেন তিনি। পূর্বে বেনামে তাঁকে মেসেজ পাঠানো হয়েছিল, সোশ্যাল মিডিয়ায় তাঁর ছবি বিকৃত পর্যন্ত করা হয়েছিল। এমনকি একবার বেশ কিছু দুষ্কৃতী তাঁর গাড়ি আটকে দিয়েছিল। রাজ্যপালের অভিযোগ এই বিষয়গুলি পুলিশকে জানিয়েও তেমন কোনো কাজ হয়নি।

তাই এবার সমস্যা সমাধানে খোদ মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ চাইলেন রাজ্যপাল। রাজ্যপাল তাঁর টুইটার সঙ্গে একটি মেইলও জুড়ে দিলেন। যেখানে স্পষ্ট ভাবে তিনি লিখলেন, ” আমার সাহায্য প্রযোজন। অবিলম্বে আমার মেলের জবাব দিন।” বস্তুত, পুলিশের কাছে ইতিপূর্বে বিশেষ কোন সাহায্য না পেয়ে হতাশ রাজ্যপাল এবারে সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হস্তক্ষেপ দাবি করে তাঁর টুইটে তাঁকে ট্যাগ করেছেন। মুখ্যমন্ত্রীকে উদ্দেশ্য করে রাজ্যপাল যেখানে বলেছেন, ” আশা করি এবার উপযুক্ত পদক্ষেপ নেওয়া হবে। এবং এর মূল উত্‍স বেরিয়ে আসবে।”

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!